corona virus btn
corona virus btn
Loading

স্কুটিতে যেতে যেতে লেখাপড়া করছে পড়ুয়া, সোশ্যাল মিডিয়ায় দুর্দান্ত গতিতে ভাইরাল

স্কুটিতে যেতে যেতে লেখাপড়া করছে পড়ুয়া, সোশ্যাল মিডিয়ায় দুর্দান্ত গতিতে ভাইরাল

তুমুল গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে

  • Share this:

শৈশব হল জীবনের সুবর্ণ যুগ ৷ মানুষ যতই বড় হোকনা কেন সবাই বারেবারে শৈশবের দিনগুলিতে ফিরে যেতে চায় ৷ ছোটবেলা থেকেই শেখানো হয় মন দিয়ে লেখাপড়া করে যেইজন বড় হয় গাড়ি ঘোড়া চড়বে সে'জন তাই শিশুরা ছোটবেলা থেকেই লেখাপড়ার দিকে মন দেয় বারেবারে ৷ বাবা মায়েরাও তাঁদের সন্তানের দিকে নজর দেন ৷ যাতে বড় হয়ে সে মানুষের মত মানুষ হতে পারে ৷

হাঁটি হাঁটি পায়ে পায়ে স্কুল জীবন শুরু হওয়ার পরেই সময়ের ইঁদুর দৌড়ে ব্যস্ত হয়ে পড়ে সবাই ৷ কিন্তু তার আগে শিক্ষা, উচ্চ শিক্ষা গ্রহণ করেই তাকে বড় হতে হয় ৷ প্রতিটি শ্রেণিতে পাস করে উঠতে গেলে দিতে হয় পরীক্ষা ৷ এমনই এক দৃশ্য দেখতে পাওয়া গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷

যেখানে দেখা গিয়েছে মা চালাচ্ছে স্কুটি চালাচ্ছেন মা, পিছনের সিটে বসে লেখাপড়া করছে সন্তান এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় নিমেষেই ছড়িয়ে পড়েছে ৷ একই সঙ্গে তুমুল গতিতে ভাইরাল হয়েছে ৷ যদিও ভিডিওটির সত্যতা আমরা যযাচাই করিনি ৷

Published by: Arjun Neogi
First published: February 28, 2020, 4:00 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर