Home /News /life-style /
স্কুটিতে যেতে যেতে লেখাপড়া করছে পড়ুয়া, সোশ্যাল মিডিয়ায় দুর্দান্ত গতিতে ভাইরাল

স্কুটিতে যেতে যেতে লেখাপড়া করছে পড়ুয়া, সোশ্যাল মিডিয়ায় দুর্দান্ত গতিতে ভাইরাল

তুমুল গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে

 • Share this:

  শৈশব হল জীবনের সুবর্ণ যুগ ৷ মানুষ যতই বড় হোকনা কেন সবাই বারেবারে শৈশবের দিনগুলিতে ফিরে যেতে চায় ৷ ছোটবেলা থেকেই শেখানো হয় মন দিয়ে লেখাপড়া করে যেইজন বড় হয় গাড়ি ঘোড়া চড়বে সে'জন তাই শিশুরা ছোটবেলা থেকেই লেখাপড়ার দিকে মন দেয় বারেবারে ৷ বাবা মায়েরাও তাঁদের সন্তানের দিকে নজর দেন ৷ যাতে বড় হয়ে সে মানুষের মত মানুষ হতে পারে ৷

  হাঁটি হাঁটি পায়ে পায়ে স্কুল জীবন শুরু হওয়ার পরেই সময়ের ইঁদুর দৌড়ে ব্যস্ত হয়ে পড়ে সবাই ৷ কিন্তু তার আগে শিক্ষা, উচ্চ শিক্ষা গ্রহণ করেই তাকে বড় হতে হয় ৷ প্রতিটি শ্রেণিতে পাস করে উঠতে গেলে দিতে হয় পরীক্ষা ৷ এমনই এক দৃশ্য দেখতে পাওয়া গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷

  যেখানে দেখা গিয়েছে মা চালাচ্ছে স্কুটি চালাচ্ছেন মা, পিছনের সিটে বসে লেখাপড়া করছে সন্তান এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় নিমেষেই ছড়িয়ে পড়েছে ৷ একই সঙ্গে তুমুল গতিতে ভাইরাল হয়েছে ৷ যদিও ভিডিওটির সত্যতা আমরা যযাচাই করিনি ৷

  Published by:Arjun Neogi
  First published:

  Tags: Social media viral, Viral Video

  পরবর্তী খবর