• Home
 • »
 • News
 • »
 • life-style
 • »
 • বিয়ের বিভিন্ন প্রথা মালাবদল-সিঁদুর দান, কখনও বরকনেকে কোলে তুলছেন, সুপার ভিডিও-তে তোলপাড় সোশ্যাল মিডিয়া

বিয়ের বিভিন্ন প্রথা মালাবদল-সিঁদুর দান, কখনও বরকনেকে কোলে তুলছেন, সুপার ভিডিও-তে তোলপাড় সোশ্যাল মিডিয়া

 • Share this:

  বিয়ে জীবনের সব থেকে পরম ও চরম অনুভূতিই এমন এক পথ যেই পথেই আসে পরকে আপন করার বিভিন্ন নিয়ম মূলত বিয়ে হয় সংস্কৃতির আদানপ্রদানের জন্য এক নতুন অবহের সৃষ্টি হয় জীবনে ৷ যতই সম্পর্কেই টানাপোড়েন, অভাব অনটন থাকুক না কেন জীবনের বিভিন্ন প্রান্তে নতুন করে সৃষ্টি হয় নানান রকমের মোড়ক বা চমক ৷

  বিয়ের মাধ্যমে জীবনে আসে নানান ধরনের পরিবর্তন ৷ বিয়ের নানান রীতিনীতি থাকে তা পালনে থাকে নানান আচারও ৷ এমনই এক ভিডিওতে দেখা গিয়েছে ৷ বরকনেকে কোলে তুলে নিয়ে যাচ্ছেন কিছুটা, বরকনে নিভৃতে খেতে বসেছেন খাইয়ে দিচ্ছেন একে অপরকে, কখনও কনে হাঁটু মুড়ে বসে পড়েছেন মালাবদলের সময়ে ৷ এই নিয়েই জীবন ৷

  এমনই এক আবেগতাড়িত হওয়ার ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়েছে ফেসবুকে ৷ যা দেখে ভাললাগা এক অন১্য পূর্ণতা পেয়েছে ৷

  First published: