corona virus btn
corona virus btn
Loading

মুহূর্তেই তছনছ ! সমুদ্রের বিশাল ঢেউ দেখে লাফালেন একদল মহিলা, ভিডিও ভাইরাল

মুহূর্তেই তছনছ ! সমুদ্রের বিশাল ঢেউ দেখে লাফালেন একদল মহিলা, ভিডিও ভাইরাল

ঢেউয়ের সঙ্গে লাফিয়ে ছবি তোলার চেষ্টা করছিলেন তিনি

  • Share this:

ঘুরতে যাওয়া বহু মানুষের নেশা বা শখ ও বলা যেতে পারে ৷ ঘোরার ব্যাপারে বিভিন্ন মানুষের বিভিন্ন পছন্দ রয়েছে ৷ কেউ পাহাড় তো কেউ সমুদ্র কেউ, কেউ বা বরফের শহর পছন্দ করে থাকেন ৷ কেউ মরুভূমি ভালবাসেন তো কেউ নির্জন জায়গা পছন্দ করেন ৷ কেউ কেউ আবার সবার সঙ্গে আনন্দে আহ্লাদে বাঁচতে চান ৷ হৈ হৈ করে জীবনের বাকি সময় আতিক্রান্ত করতে চান ৷

ভিন্ন স্বাদের জীবনে নানান রকমের রঙের সঙ্গে জীবন নির্মিত করার নামই আনন্দ ৷ জীবনের বেশিরভাগ সময় আনন্দ করে কাটানোই প্রতিটি মানুষের লক্ষ্য ৷ আর আনন্দ ভাগ করলে বাড়ে বই কী কমেনা ৷ এমনই এক ভিডিও প্রকাশ্যে এসেছেন ৷ একটি মজার ভিডিও যেখানে সবাই দাঁড়িয়ে আছেন সমুদ্রে ৷ অপেক্ষা শুধুমাত্র ঢেউয়ের ৷ ঢেউ এগিয়ে আসছে লাফিয়ে ছিলেন সবাই ৷ ঢেউ এসে করে দিল ছিন্নভিন্ন করে দিল ৷

ঢেউয়ের স্রোতের লাফিয়ে আছড়ে পড়লেন সবাই ৷ একদল মহিলা অপেক্ষায় আছেন ৷ ছবি তোলার ভিডিওটি শুধুমাত্র মজারই জন্যই তোলা হয়েছে ৷ সম্পূর্ণ ভিডিওটি না দেখলে বুঝতে পারা যাবেনা ৷ একটু খানি দেখলে মনে হবে ঢেউয়ে সবই কি ভেসে গেল ? আসলে মজা করচেন সবাই ঢেউয়ের সঙ্গে লাফিয়ে লাফিয়ে উপভোগ করছেন ৷

First published: November 30, 2019, 1:57 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर