corona virus btn
corona virus btn
Loading

রূপে নয়, তরুণী কথার সৌন্দর্যে সোশ্যাল মিডিয়ায় ঝড়, মুগ্ধ সব মহল

রূপে নয়, তরুণী কথার সৌন্দর্যে সোশ্যাল মিডিয়ায় ঝড়, মুগ্ধ সব মহল

প্রশ্ন সবার, এমনও হতে পারে ?

  • Share this:

মানুষ অর্থ যাঁর মান ও হুঁশ দুইই আছে তিনিই মানুষ ৷ জীবনের প্রতিটি সময়ে যিনি সমস্ত কিছু বিপরীতমুখী শক্তির বিরুদ্ধে লড়ে নিজের জায়গা করে নেন তিনিই মানুষ ৷ সভ্যতার আদি থেকে পরবর্তীকালে জীবন যতই সভ্যতা ত্বরান্বিত হয়েছে ততই আস্তে জীবনের বিভিন্ন সুবিধা ও অসুবিধার ক্ষেত্রে মানুষ কখনই পিছিয়ে পড়েনি ৷ পিছিয়ে পড়ে জীবনটা বেশ পিছনের সারিতে শেষ করার থেকে জীবনের একটু একটু করে চলাই জীবন ৷

শিক্ষার আলোয় যাবতীয় অন্ধকার বা খারাপ মিলিয়ে যায় বা পালিয়ে যায় ৷ জীবনের বেশিরভাগ সময়েই অন্ধের হাতিদর্শন হয়ে থাকে ৷ লেখাপড়া শিখলেই শুধু হয় ভাল কথা বলাটাও এক শিল্প ৷ এমনই এক ভিডিও প্রকাশ্যে এসেছে যা কিছু করুক না মানুষ হওয়ার জন্য যথেষ্টই প্রয়োজন ৷ জীবনের শিক্ষা বা সামাজিক শিক্ষা জীবনকে এক নতুন গড়ে ৷

ভিডিওতে দেখা গিয়েছে এক তরুণীর ভিডিও দেখতে পাওয়া যাচ্ছে যেখানে ৷ তিনি এতটাই নির্বিকার মনুষ মুরগি টাকা দেখলে মন খারাপ হয়, ভীতু ভদ্র মানুষের অনেক বিপদ এই রকম এমন তাঁর বক্তব্যের বিষয়বস্তু মনকে সাড়া দেয়, দেয় নাড়াও ৷ একবার দেখে নেওয়াক সেই ভিডিও ৷ হয়তো জীবনের কোনও প্রান্তে সাহায্য করে ৷

Published by: Arjun Neogi
First published: November 17, 2019, 12:46 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर