Home /News /life-style /
খোলা চুল, মাথায় টিকলি-চুড়িদার ওড়নায় দীপিকা পাড়ুকোনের গানে সুপার নাচ যুবতীর

খোলা চুল, মাথায় টিকলি-চুড়িদার ওড়নায় দীপিকা পাড়ুকোনের গানে সুপার নাচ যুবতীর

এমনিতেই বাজিরাও মস্তানি ছবিটি সবার ভাল লেগেছে

 • Share this:

  এইবার ফের যুবতীর দুরন্ত নাচে তোলপাড় হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ একটি দুর্দান্ত গানে তিনি কাঁপিয়েছেন ফেসবুক ৷ খোলা চুল কপালে টিকলি ছাপা ছাপা ওড়নায় ঝড় তুলেছেন যুবতী ৷ তিনি হিন্দি চলচ্চিত্রের অন্যতম সুপারহিট নায়িকা দীপিকা পাড়ুকোনের সুপারহিট ছবি বজিরাও মস্তানির সঙ্গে সমান তালে নেচেছেন কেঁপেছে ফেসবুকও ৷ দুর্দান্ত গতিতে ভিডিওটি কাঁপিয়েছে সোশ্যাল মিডিয়া ৷

  এক চূড়ান্ত মুহূর্তের সৃষ্টি করেছে, একই সঙ্গে এক যুবকের মনকে উথালপাথাল করেছে ৷ বাজিও রাও মস্তানি ছবিটি সঞ্জয়লীলা বনশালীর অকটি অনবদ্য সিনেমা ৷ দীপিকা ও রণবীর সিং সিনেমার মাধ্যমে দর্শকজদের এক আলাদা বার্তা দিয়েছেন ৷ জীবনের প্রতিটি ক্ষেত্রেই এক বিশেষ মুহূর্ত সৃষ্টি করেছে ৷ বাজি রাও মস্তানি ছবিটি দীপিকার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করেছেন ৷

  ভিডিওটির মাধ্যমে এক আলাদা বার্তা সৃষ্টি হয়েছে ৷ ভিডিওটির ভিউ এই মুহূর্তে আড়াই মিলিয়ন ছাড়িয়েছে দেখে নিন একনজরে সেই ভিডিওটি ৷

  Published by:Arjun Neogi
  First published:

  Tags: Deepika padukone, Facebook viral, Viral Video

  পরবর্তী খবর