বেশ কয়েক বছর কেটে যাওয়ার পরে ২০১৫ সালে সূরজ বরজাতিয়ার ছবি প্রেম রতন ধন পায়ো দর্শকদের এক আলাদা বিনোদনের মাত্রা এনে দিয়েছে ৷ বক্স অফিসে মোট ব্যবসা করেছিল ৪৩২ কোটি টাকা ৷ ছবিটি নির্মাণে ১৮০ কোট টাকা খরচ হয়েছিল ৷ সলমন খান ও সোনম কাপুর অভিনীত প্রেম রতন ধন পায়ো ছবিটি সর্বত্রই ঝড় তুলেছিল ৷
সারা পৃথিবীতে ১২ নভেম্বর ২০১৫ মুক্তি পেয়েছিল ৷ সেই ছবির গানটি এতটাই মন ভরিয়েছিল যে দেশের সীমানা ছাড়িয়ে কাঁপিয়েছে বিদেশিনীদের মনও ৷ শুধুই একজন নয় একাধিক বিদেশি যুবতীরা ঝড় তুলেছিলেন ৷ অনবদ্য নাচ দুরন্ত ভঙ্গিতে ঝড় উঠেছে ফেসবুকে ৷ একটি পারিবারিক ছবি সারা পৃথিবীর মানুষের মন জয় করেছে ৷ সূরজ বরজাতিয়া মানেই পারিবারিক ছবির জন্মদাতা ৷
সেই ভাললাগাকে এক করে প্রিয় ছবির গানের সঙ্গে নেচেছেন ৷ এই দুরন্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ সেই ভিডিওই দেখে নিন একনজরে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Super video, Viral Video