corona virus btn
corona virus btn
Loading

দাঁতের মাজন, ডিম দিয়ে বড় বড় মাছ উপচে পড়ল বালতিতে, তুমুল গতিতে ভাইরাল

দাঁতের মাজন, ডিম দিয়ে বড় বড় মাছ উপচে পড়ল বালতিতে, তুমুল গতিতে ভাইরাল

নিজের চোখে না দেখলে বিশ্বাস হবেনা একদমই

  • Share this:

কোনও গালভরা শীতের সকালের গল্প বা কাব্য নয় ৷ সত্যি, সত্যি, সত্যি ৷ তিন সত্যি ৷ মাছ ধরতে মোটের উপরে সবাই কম বেশি ভালবাসেন ৷ আর ভালবাসা থাকবেই না কেন ? জাল দিয়েই প্রধানত মাছ ধরে থাকেন বেশির ভাগ মানুষই ৷ জাল না থাকলে বিকল্প হিসাবেই ছিপ বা বঁড়শি দিয়েও মাছ ধরে থাকেন ৷ তা মাছ ধরতে গেলে যে সে ভাবে তো আর মাছ ধরা যায়না ৷

কেউ কেউ মাছ ধরার ক্ষেত্রে বিশেষজ্ঞও বটে ৷ নানান জিনিসপত্র দিয়ে চার প্রস্তুত করে মাছ ধরার প্রবণতা দেখতে পাওয়া যায় ৷ পিঁপড়ের ডিম, পান্তাভাত, আটামাখা, সরষের খোলমাখা, পাউরুটি, কেঁচো ছাড়াও আরও বিভিন্ন পদ্ধতি রয়েছে যার মাধ্যমে মাছেদের কাছে টেনে বঁড়শি বা হাত জালে মাছ ধরা ৷

এমনই এক অভিনব ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে মুহূর্তের মধ্যে শুধুমাত্র ডিম ও দাঁতের মাজন (পেস্ট) দিয়ে মাছেদের খেতে দিতেই একের পর এক মাছ ধরা দিল ৷ মুহূর্তের মধ্যেই একটি বড়পাত্র মাছে ভরে গিয়েছে ৷ বলা যেতে পারে চোকের পলক পেলতে না ফেলতেই বালতি ভরে গিয়েছে মাছে ৷ সেই ভিডিওই দুরন্ত গতিতে ভাইরাল হয়েছে ৷

First published: November 26, 2019, 10:19 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर