• Home
 • »
 • News
 • »
 • life-style
 • »
 • টানটান উত্তেজনা ! ছানাদের বাঁচাতে ভয়ঙ্কর কেউটের সঙ্গে হাড়হিম করা লড়াই কাঠবিড়ালির

টানটান উত্তেজনা ! ছানাদের বাঁচাতে ভয়ঙ্কর কেউটের সঙ্গে হাড়হিম করা লড়াই কাঠবিড়ালিরতুমুল গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়

তুমুল গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়

তুমুল গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়

 • Share this:

  সাপ ও কাঠবেড়ালির লড়াই চরম উত্তেজনা শুরু হয়েছে ৷ দুরন্ত গতিতে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷ দেখতে পাওয়া গিয়েছে ভয়ঙ্কর ও বিষাক্ত সাপের সঙ্গে লড়াই করেছে নিরীহ কাঠবেড়ালি ৷ ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে নিমেষেই ৷ দেখতে পাওয়া গিয়েছে সন্তানদের বাঁচাতে বিষাক্ত সাপের সঙ্গে লড়াইয়ে নেমেছে ৷ শুধুই মানুষই নয় পশুপাখিরাও যেকোনও মূল্যেই নিজের প্রাণ দিয়ে সন্তানকে রক্ষা করে ৷

  এই ক্ষেত্রেও অন্যথা দেখতে পাওয়া গেলনা ৷ ফণা তুলে বারেবারে তেড়ে গিয়েছে ভয়ঙ্ক কেউটে সাপ কোনও কিছু পরোনা না করেই বারেবারে কাঠবিড়ালি রুখে দাঁড়িয়ে গড়েছে প্রতিরোধও ৷ সন্তানকে রক্ষা করার জন্য নিজের প্রাণপন বিসর্জন দিতে কখনওই যে মায়েরা পিছপা হননা তা ফের প্রমাণিত হল ৷

  জীবনের প্রতিটি ক্ষেত্রেই মায়ের বিকল্প কখনই হয়না দুরন্ত গতিতে ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷

  Published by:Arjun Neogi
  First published: