corona virus btn
corona virus btn
Loading

খেতে বসে তিন প্রজন্ম, মাংসের বড় টুকরো না খেয়ে বাবা তুলে দিলেন ছেলের পাতে, ভিডিও ভাইরাল

খেতে বসে তিন প্রজন্ম, মাংসের বড় টুকরো না খেয়ে বাবা তুলে দিলেন ছেলের পাতে, ভিডিও ভাইরাল

আবেগের স্রোতে গা ভাসাল সোশ্যাল মিডিয়া

  • Share this:

হয়ত এরই নাম ভালবাসা ৷ সংসারের জন্মদাতা বাবা তাঁর সভাব অনেকটাই গাছের মত ৷ গাছ যেমন শেকড়ের সাহায্যে প্রতিটি শাখা প্রশাখায় খাবার দাবার পাঠিয়ে গাছকে সুন্দর ও স্বাভাবিক রাখে ঠিক তেমনই একজন বাবা তাঁর ঘাম রক্ত দিয়ে সংসারকে দাঁড় করান ৷ নিজেকে ভুলিয়ে দিয়ে সন্তানের জন্য নিজের সামান্য থেকে সামান্যতম সুখ বিসর্জন দেন ৷ যাতে তাঁর সন্তান যেন ভাল থাকে, থাকে দুধে ভাতেও ৷

বাবার কঠোর মুখের আড়ালে যে একটি কোমল মুখ ও মন আছে কোনও সময়েই হয়ত তার সঠিক মহিমা বোঝাটা সম্ভবপর হয়না আমাদের কাছে ৷ যেকোনও মুশকিল আসানের অন্য নাম বাবা ৷ সময়ের ভিড়ে বাবা নামক মানুষটি যেন কোথায় হাসতে হাসতে মুছে যায় বোঝা যায় তার চলে যাওয়ার পরেই ৷ এমনই এক ভিডিও মন ছুঁয়ে গিয়েছে ৷ যে ভিডিও মন কেড়েছে ৷ একসঙ্গে তিন প্রজন্ম বসেছে খেতে বাবা মুরগির ঠ্যাং না খেয়ে তুলে দিলেন তাঁর ছেলের পাতে ৷

ছেলেও কেতে গিয়ে তাঁর ছেলের কথা ভেবে না খেয়ে মার পাতে মুরগির ঠ্যাং তুলে দেন ৷ নিজের পাত থেকে ভাত তুলে ছেলের থালা ভরিয়ে দেন ৷ শুধু এখানেই শেষ নয় ছেলে ঘুমিয়ে পড়েছে দেখে ছেলেকে ঘুম থেকে তা তুলে আদর করে বাবা কাজে বেরিয়ে যান ৷ হয়ত বা কখনও হাত নেড়ে কাজে বেরিয়ে যান ৷ পাঁকা পকেটে একটাই প্রার্থনা তাঁর সন্তান যেন ভাল থাকে ৷ মানুষের মত মানুষ হয় ৷

First published: December 3, 2019, 11:34 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर