corona virus btn
corona virus btn
Loading

হার মানবে চিতাও, দুষ্কৃতীদের হাত থেকে যুবতীকে রক্ষা রাতরাতি সোশ্যাল মিডিয়ার চর্চায় কুকুর

হার মানবে চিতাও, দুষ্কৃতীদের হাত থেকে যুবতীকে রক্ষা রাতরাতি সোশ্যাল মিডিয়ার চর্চায় কুকুর

প্রভু ভক্তির প্রকৃষ্ট উদাহরণ

  • Share this:

দুষ্কৃতীদের উপরে ঝাঁপিয়ে পড়েছে প্রভু ভক্ত কুকুর ৷ চিতাবাঘের মত ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেছে ৷ কুকুর হল সব থেকে বড় প্রভুভক্ত প্রাণী ৷ তার থেকে অনুগত প্রাণী পৃথিবীতে আর একটাও হয়না ৷ শুধু দেখলেই হবেনা এমন এক কুকুর যে শারীরিক কুকুরের মত রূপ ধারণ করেছে কিন্তু দেবদূত বলা যেতে পারে ৷ দূর থেকে দেখাতে পাওয়া যাচ্ছে দুষ্কৃতীরা এক যুবতীকে গাড়িতে মুখ বেঁধে রেখেছে সঙ্গে হাতও কথা বলতে পারছেন না যুবতী ৷ এমনকী ডাকতেও পারছেন না ৷

সেই দৃশ্য দূর থেকে দেখেই একটি লম্ব রাস্তায় এক্সপ্রেস গতিতে ছুটে চলেছে অ্যালসিসিয়ান ৷ নিমেষেই সুপার ঝাঁপ দিয়ে গাড়ির দরজা দিয়ে লম্ব লাফ বাঁচাল যুবতী ৷ আবেগে কুর্নিশে বন্দনা করা হয়েছে প্রবল পরিমাণে ৷ শুধু এমনই নয় পাণীয়তে বিষ মিশিয়ে পালিয়েছে দুষ্কৃতী ৷ সেই পানীয় খেতে না দিয়ে যুবতীর প্রাণ বাঁচিয়েছে কুকুরটি ৷ এই রকম বিভিন্ন ভাবে বিভিন্ন কার্যকলাপের জন্য রাতারাতি সোশ্যাল মিডিয়ায় নায়ক হয়েছে কুকুরটি ৷

সেই ভিডিওই বারেবারে ভাইরাল হয়েছে ফেসবুকে একনজরে দেখে নিন সেই ভিডিও ৷ তবে এই ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি ৷

First published: January 25, 2020, 3:09 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर