Home /News /life-style /

অবিশ্বাস্য ! সিদ্ধিদাতা গণেশের মূর্তিতে প্রণাম পোষ্য কুকুরের, ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল

অবিশ্বাস্য ! সিদ্ধিদাতা গণেশের মূর্তিতে প্রণাম পোষ্য কুকুরের, ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল

ক্রমেই বাড়ছে ভিডিওটির ভিউ

 • Share this:

  সিদ্ধিদাতা গণেশের মূর্তি নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি দৌড়ে এসে সেই গণেশের মূর্তিকে প্রণাম করল বাড়ির পোষ্য কুকুরটি ৷ সেই ঘটনা লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভিউ ৷ এক আলাদা পরিস্থিতির সৃষ্টি হয়েছে ৷ যা দেখে অনেকেই প্রায় হতবাক হয়েছেন কী হচ্ছে সেটা ভাবতেই পারছেন না কেউই ৷ ভিডিওতে দেখতে পাওয়া গিয়েছে সিদ্ধিদাতা গণেশের মূর্তি নিয়ে বাড়ির এক সদস্য যাচ্ছিলেন পিছন থেকে দৌড়ে এসে গণেশের মূর্তিতে প্রণাম করল পোষ্য কুকুরটি ৷

  এমনতিতেই আমরা অর্থাৎ গৃহস্থের মানুষেরা মনে করে থাকি কুকুর হল সব থেকে প্রভু ভক্ত ও সংবেদনশীল জীব ৷ বাড়ির সবার সঙ্গে থাকতে থাকতে এক আলাদা অনুভূতি তৈরি হয় ৷ তারা সংসারে সবার সঙ্গে থাকতে থাকতে আর পাঁচজনের মত হয়ে পড়ে ৷ বাড়ির আর বাকিরা যেমন করে সব কিছু করে থাকে তারা ৷ যেমন অনেক বাড়ির পোষ্য কুকুরেরা মনিবদের কথা বুঝতে পারে সেই অনুযায়ী কাজও করে ৷

  যেমন জীবনের বিভিন্ন ঘটনা, সে দৈনন্দিন বা নিত্য ঘটনাই হোকনা কেন ? তবুও তারা সেগুলি অনুসরণ বা কখনও কখনও অনুকরণ করে থাকে ৷ তেমনই এই ক্ষেত্রে হয়ত ঘটেছে ৷ বাড়ির লোকেরা পুজো আর্চা করে থাকেন সেই ঘটনাই তারা অনুসরণ করেই এই ক্ষেত্রে গণেশের মূর্তিতে প্রণাম করেছে কুকুর ৷ তবে প্রণাম করেছে কি না ? সেটি পরিষ্কার নয় তবে ভঙ্গি তেমনই ৷ ভিডিওটির সত্যতা আমরা যাচাই করিনি ৷

  First published:

  Tags: Dog, Lord Ganesha, Viral Video

  পরবর্তী খবর