corona virus btn
corona virus btn
Loading

সোনালি দিনের সুপারহিট গানের সঙ্গে জোরদার নেচে ফেসবুকে সুপার ভাইরাল কুকুর, ঘরে বাইরে বারবার চর্চায় অবলা প্রাণী

সোনালি দিনের সুপারহিট গানের সঙ্গে জোরদার নেচে ফেসবুকে সুপার ভাইরাল কুকুর, ঘরে বাইরে বারবার চর্চায় অবলা প্রাণী

দশকের পর দশক পার হলেও বিন্দুমাত্র জনপ্রিয়তা কমেনি গানটির, সেই ভিডিওই দুর্দান্ত গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে

  • Share this:

সব কিছুকেই ছাপিয়ে গেল কুকুরের সোশ্যাল মিডিয়ায় কাঁপানো নাচ ৷ যেই রিমেক গানে কুকুরটি তুমুল নাচ নেচেছে সেটি এবারগ্রিন নায়ক দেব আনন্দ ও শাকিলার উপরে দৃশ্যত হয়েছে ৷ সোনালি দিনের এই গানটি গেয়েছেন মহম্মদ রফি, শামশাদ বেগম, আশা ভোঁসলে, ওমকার প্রসাদ নায়ার ৷ এই গানটি আজই শুধু নয় দশকের পর দশক ধরে সবারই মনের এমন এক জায়গা জুড়ে রয়েছে যেই জায়গা শুধুমাত্র অনুভবই করা যায় ৷

মজরুহ সুলতানপুরী, ওঙ্কার প্রসাদ নায়ার, ওপি ন্যায়ারের লেখা গানে রীতিমত সুন্দর গান সুর, তাল ও ছন্দে ভারতীয় সিনেমার এক অনন্য নজির বলেও ধরা হয়ে থাকে ৷ যাদু নগরের থেকে ভালবাসার রাজকুমার তোমার জন্য তাঁর চোখে অপার ভালবাসা নিয়ে এসেছেন সেই গান এত বছর পরে রিমেক হয়েছে ৷ রিমেকেও মলিন হয়নি জনপ্রিয়তা ৷

এই গান আট থেকে আশি সবাইকেই মাতিয়ে রেখেছে ৷ মানুষ তো মানুষ অবলা পশুরাও সেই গানে কোমর দোলাচ্ছে পা মেলাচ্ছে ৷ তুমুল গতিতে ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ একনজরে দেখে নিন সেই সুপার ভিডিওটি ৷

Published by: Arjun Neogi
First published: February 2, 2020, 10:00 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर