• Home
 • »
 • News
 • »
 • life-style
 • »
 • প্রথা বিরুদ্ধ, স্রোতের একদম উল্টোদিকে বাস, পুরোহিত ছাড়া রবীন্দ্রসঙ্গীতেই শুভ বিবাহ সুসম্পন্ন

প্রথা বিরুদ্ধ, স্রোতের একদম উল্টোদিকে বাস, পুরোহিত ছাড়া রবীন্দ্রসঙ্গীতেই শুভ বিবাহ সুসম্পন্নগানের তালেই প্রাণের মিলন, প্রথা বিরুদ্ধ এমন ঘটনা বেশ অবাক করেছে সবাইকে

গানের তালেই প্রাণের মিলন, প্রথা বিরুদ্ধ এমন ঘটনা বেশ অবাক করেছে সবাইকে

গানের তালেই প্রাণের মিলন, প্রথা বিরুদ্ধ এমন ঘটনা বেশ অবাক করেছে সবাইকে

 • Share this:

  বিয়ে অর্থাৎ দুই মনের মিল ৷ আরও পরিষ্কার করে বললে বলতে হবে বিয়ে জীবনের এমন অনুভূতি যা কোনও ভাবেই ভোলার নয় ৷ বিশেষত বিয়ের ৩৪-৪০ বছর পরেও বিয়ের দিনটি মনে পড়ে বারেবারে ৷ বিয়ের আবেশ সে যেমনই হোক না কেন মিশ্র প্রতিক্রিয়া সব সময়েই মনকে এক আলাদা অনুভূতি প্রদান করে থাকে ৷ তবে বিয়ের উদ্দেশ্য এক এক মানুষের কাছে এক এক রকম হলেও কিছুটা তো এক অনন্ত প্রথা, আচার ও আচরণ ইত্যাদি নিয়ে ৷

  বিয়ের মজা মানুষকে মত্ত করে মনের আনন্দ ও প্রাণের আনন্দ প্রায় কয়েকগুণ বাড়িয়ে তোলে ৷ নিজস্ব বাড়ির রীতিনীতি মেনেই বিয়ে হয় ৷ যেমন বিয়েতে পুরোহিতের নানান আচার আচরণ, তাঁর নির্দেশে সব কিছু সম্পাদন করা যেমন জল সওয়া, অধিবাস, গায়ে হলুদ, বৃদ্ধি বা নান্দিমুখ, মন্ত্রের ধ্বনিতে দুটি মন এক হয়ে যায়, সাত জন্মের মত একে অপরের সঙ্গে কাটানোর মন্ত্র দুটি মনকে একই সূত্রে গাঁথে ৷

  তবে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়েছে যাতে দেখতে পাওয়া গিয়েছে পুরোহিত ছাড়া, মন্ত্রপাঠ ছাড়াই বিয়ের অনুষ্ঠান ৷ শুধুমাত্র রবীন্দ্র সঙ্গীতের মাধ্যমেই বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৷ রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে বাদ্যযন্ত্র রয়েছে ৷ হারমোনিয়াম, তবলা, খোল সমস্ত কিছুই আছে তালিকায় ৷ এক ব্যতিক্রমী বিয়ের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷ একটু পুরনো হলেও ভিডিওটি প্রাসঙ্গিক ৷ একনজরে দেখে নিন ভিডিওটি ৷

  Published by:Arjun Neogi
  First published: