corona virus btn
corona virus btn
Loading

সানি লিয়নের সুপারহিট গানের সঙ্গে জমাটি নাচে কাঁপল মঞ্চ, আবেগে ভেসে বরের চোখে জল !

সানি লিয়নের সুপারহিট গানের সঙ্গে জমাটি নাচে কাঁপল মঞ্চ, আবেগে ভেসে বরের চোখে জল !

সব মিলিয়ে এক আনন্দমেলার আকার নিয়েছে

  • Share this:

#নয়াদিল্লি: মন্ত্রে যখন এক হবে এক দুটি মন, এক শুভ দৃষ্টিতে হবে দু'নয়ন ৷ বিয়ে জীবনের পরম ও চরততম সত্য ৷ মূলত দুই সংস্কৃতির মেলবন্ধনের অন্য নাম বিয়ে ৷ অনেক গুঢ় অর্থও রয়েছে বিয়ের তবে বিয়ে নিয়ে এক একজনের এক এক মত ৷

তবে সেই বিশেষ দিনে বিভিন্ন রকমের পরিকল্পনা কম বেশি সবাই করে থাকে ৷ তা সাধ্যমত নিজের মত করে সেই বিষয়গুলি অন্তর্ভুক্ত করে থাকে ৷ তবে এই বিশেষ দিনে প্রতিটি কনের বা বরের যেমন একটা লক্ষ্য থাকে সবাইকে অন্যের চোখে বিশেষ ভাবে আকর্ষণীয় করে তোলার ৷ তবে বিয়ের দিনের সাংস্কৃতিক বিশেষ অনুষ্ঠান কতটা ভাল বা জাঁকজমক করে হচ্ছে ৷

এমনই এক বিয়ের ভিডিও প্রকাশ্যে আসতেই দেখা গেল ব্যাপক তোলপাড় ৷ সানি লিয়ন অভিনীত সুপারহিট গান মেরে সঁইয়া সুপাস্টার গানের গানে তুমুল নাচ উপস্থিত যাঁরা ছিলেন তাঁরা প্রত্যেকেই প্রতিটি মুহূর্ত উপভোগ করেছেন ৷

First published: September 16, 2019, 2:25 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर