corona virus btn
corona virus btn
Loading

অফুরন্ত এনার্জি ! এক নাগাড়ে ভক্তিমূলক গানে তবলা বাজিয়ে ভাইরাল কোলের শিশু

অফুরন্ত এনার্জি ! এক নাগাড়ে ভক্তিমূলক গানে তবলা বাজিয়ে ভাইরাল কোলের শিশু

হারমোনিয়াম ও খঞ্জনি বাজিয়ে সাহায্য করা হয়েছে শিশুকে

  • Share this:

কোলের শিশুর দুর্দান্ত তবলায় মোহিত হয়েছেন উপস্থিত মানুষেরা ৷ সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ ছোট্ট শিশুকে হারমোনিয়াম, খঞ্জনি দিয়ে সহযোগিতা করছেন সমস্ত মানুষেরা ৷ এক আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে ৷ ঘিরে রয়েছেন বেশ কয়েকজন সঙ্গী ৷ সব মিলিয়ে জমে উঠেছে দুর্দান্ত পরিবেশ তাল, লয় ও সঙ্গীতের সঙ্গে এক মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে ৷

এই বয়সে এমন তাল জ্ঞান দেখে সত্যিকারেই তাজ্জব হয়েছেন সবাই সবার মাঝে এক অনন্য নজির গড়েছে আদরের শিশু ৷ হিন্দি ভাষায় ভক্তিমূলক গানের সঙ্গে অকুতর ভয় শিশু তবলা বাজিয়ে যাচ্ছে এতে কোনও রকমের ক্লান্তি নেই ৷ থামার নামই নেই এক নাগাড়ে বাজিয়ে চলেচে ছোট্ট শিশু ৷ লেখাপড়া শিশুর ভবিষ্যতকে আরও মজবুত করে তোলে ৷ তবে লেখাপড়ার কোনও বিষয়ে বিশেষ পারদর্শিতা সেই শিশুকে ভবিষ্যতে আরও শক্তপোক্ত করে তোলে ৷

শিশুটির এই ভিডিও দেখে প্রচুর মানুষ মুগ্ধ হয়েছেন ৷ ভিডিওটি দেখে মনে করা আগামী দিনে নিজের ক্ষেত্রে বিশেষ নাম করবে শিশুটি রইল একরাশ শুভকামনাও আমাদের পক্ষ থেকেও ৷

First published: November 26, 2019, 2:11 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर