ফের টুম্পা সোন গানে ঝড় উঠল সোশ্যাল মিডিয়ায় ৷ টুম্পা সোনা দুটি হাম্পি দেনা গানটি বর্তমান সময়ের অত্যন্ত চর্চিত একটি গান ৷ আরবের কথা, সুর ও গান গান কাঁপিয়েছে রীতিমত ৷ এই গানটি এই সময়ের বেশ সাড়া ফেলেছে ৷
এর আগে সোশ্যাল মিডিয়ায় গানটি নিয়েই ছোট থেকে বড় সবাই গানের সঙ্গে দুর্দান্ত পারফম করেছেন ৷ এখানেই শেষ নয় এইবার যা হয়েছে তার আগে হয়ছে বলে মনে হয়না ৷ শীতের সকালে একরত্তি ছেলের মুখে টুম্পা সোনা দুটো হাম্পি দেনা, গানটি এরই মধ্যে জোরদার গতিতে সোশ্যাল মিডিয়া কাঁপিয়েছে ৷ শিশুটি গানের যে যে কথা উচ্চারণ করে তা নিজেও জানেনা কিন্তু মনের আনন্দ প্রকাশ করতে দেখা গিয়েছে ৷
এই আনন্দই বড় কথা, সেই আনন্দই এখানে ধরা পড়েছে ছোট্ট সোনার প্রাণের অভিব্যক্তি ৷ এক নজরে দেখে নেওয়া যাক সেই ভিডিও ৷