• Home
 • »
 • News
 • »
 • life-style
 • »
 • THE CHILD SAYS FATHER FATHER SUPER VIRAL VIDEO MAKES AN IMPACT IN SOCIAL MEDIA ARN

সোশ্যাল মিডিয়ায় সুনামির মত আছড়ে মিষ্টি শিশুর প্রথম বলতে শেখা বাবা ডাকের ভিডিও

জীবনের যেন প্রতিটি স্বপ্নই পূরণ হয়

জীবনের যেন প্রতিটি স্বপ্নই পূরণ হয়

 • Share this:

  নিজের সন্তানের মুখে মা অথবা বাবা ডাক শোনা যেকোনও মানুষের কাছে চরমতম আনন্দ ও সৌভাগ্যের বিষয় ৷ যেমন ভাবে সন্তানের কাছে বাবা ও মায়ের মূল্য অমূল্য ঠিক তেমনই বাবা বা মায়ের কাছে সন্তানের মূল্যও কোনও কিছুর বিনিময় হতে পারেনা ৷ একটু একটু করে তিলে তিলে বেড়ে ওঠা সন্তানই জীবনের বিভিন্ন সব থেকে বেশি মূল্যবান ৷ গাছ যেমন ভাবে নিজেকে ধ্বংস করে ফুল ও ফলের জন্ম দেয় ঠিক তেমনই একজন মাও নিজের প্রাণ বাজি রেখে সন্তানের জন্ম দেয় ৷

  ঠিক তেমনই একজন বাবাও নিজের ঘাম রক্ত এক করে পরিবারের জন্ম দেন ৷ সব সময়েই তাঁর লক্ষ্য থাকে পরিবারের সবাই যেন ভাল থাকেন সুখী থাকেন ৷ পরিবারকে সুখী রাখতে গিয়ে বাবা-মায়ের আত্মত্যাগ বা স্বার্থত্যাগ সব সময়েই পরিবারকে সমৃদ্ধ করে থাকে ৷ তবে সেই ইতিহাস অনেক সময়েই প্রকাশ্যে আসেনা ৷ চাপা পড়ে থাকে সময়ের অন্ধকারে ৷

  এত সব দুঃখ কষ্ট সন্তানের মুখ চেয়ে বাবা মা করে থাকেন ৷ শুধুই একটি বার সন্তানের মুখে মা বা বাবা ডাক শুনে পরম তৃপ্তি পাওয়া যায় সেই বিষয়ের দিকেই নির্ভর করে রয়েছে সব কিছুই ৷ এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় দুর্ধর্ষ গতিতে ভাইরাল হয়েছে যেখানে একটি মিষ্টি শিশু বারেবারে বাবা ডেকে মন প্রাণ ভরিয়েছে ৷ একই সঙ্গে সেই ভিডিওটি দুর্বার গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷

  Published by:Arjun Neogi
  First published: