সরস্বতী পুজোর একটি দুর্দান্ত ভিডিও প্রকাশ্যে এসেছে ভিডিওতে কাঁপিয়েছে সোশ্যাল মিডিয়া৷ তোলপাড় হয়েছে চারিদিক ৷ মা সরস্বতী অর্থাৎ বিদ্যার দেবী তাঁর আরাধনা করে থাকে মূলত পড়ুয়ারা ৷ এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখতে পাওয়া গিয়েছে একটি শিশুকে চাঁদা তুলতে গিয়ে বিল লিখতে লিখতে লিখতে বড় বিপত্তিতে পড়েছে ৷ একটি দোকানে গিয়ে পুজোর বিল কেটেছে ৷ সেখানে বিশ্বজিৎ নাম লিখতে গিয়ে রীতিমত কলম ভেঙে ফেলেছে তিনি ৷
ছোট্ট ছেলে চাঁদা কাটতে গিয়ে সমস্ত স্বরবর্ণ ও ব্যাঞ্জনবর্ণ ঘেঁটে ফেলেও কোনও ভাবেই বিশ্বজিৎ দাস লিখতে পারেনি শিশুটি ৷ অনেক চেষ্টা করেও ষষ্ঠ শ্রেণির পড়ুয়া ভুল লিখলেও দোকনদার ভদ্র লোক বিশ্বজিৎ দাস তাকে বকাঝকা না করে ৷ ভুল শুধরে দিয়ে লেখাপড়া করার পরামর্শ দিয়েছেন কোনও ভাবেই কোনও ভৎসনা না করে ৷ শিশুটির ভুল শুধরে দিয়ে সঠিক বানান শিখিয়েছেন ৷
সেই ভিডিওই আপাতত সোশ্যাল মিডিয়ায় দুরন্ত গতিতে ছড়িয়ে পড়েছে ৷ দোকানদার ভদ্রলোকেরা পরাপর্শ লেখাপড়া শেখার ৷ সেই ভিডিও দুরন্ত গতিতে ভাইরাল হয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Social Media, Super video, Viral Video