corona virus btn
corona virus btn
Loading

মনিবের নীচ থেকে উপর গা-হাত-পা টিপে দিচ্ছে বিড়াল, ভিডিও জোরদার গতিতে ভাইরাল

মনিবের নীচ থেকে উপর গা-হাত-পা টিপে দিচ্ছে বিড়াল, ভিডিও জোরদার গতিতে ভাইরাল

অবিশ্বাস্য ভিডিও, কল্পনার বাইরে সমস্ত কিছুই

  • Share this:

গান, নাচ বা আবৃত্তিতে সোশ্যাল মিডিয়া কাঁপেনি এবার কেঁপেছে অন্য কারণে ৷ মানুষের ভাবনা চিন্তা অনেক রকমের অনেক ধরনের হয়ে থাকে ৷ তবে এমন ভাবনা চিন্তা কষ্মিন কালে কেউ ভেবেছেন কিনা তাও বেশ সন্দেহের ৷ গৃহপালিত পশুর সঙ্গে মানুষের বিভিন্ন ধরনের সম্পর্ক এ কোনও নতুন গল্প নয় ৷ এক জীবনের সমগ্র পরিসরের নতুন গল্প ৷

ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে একটি বিড়াল তার মনিবের কাছে গা-হাত, পা টিপে দিচ্ছে ৷ একটু একটু নীচ থেকে উপর বা উপর থেকে নীচে ওঠা নামা করছে ঘুরে ফিরে সারা পিঠ টিপে দিচ্ছে ৷ জীবনের বিভিন্ন প্রান্তে পশু ও পাখির সঙ্গে আলাদা করে সম্পর্ক জীবনকে নতুন করে সৃষ্টি করে ৷

বিড়ালটি প্রথমে পা টিপে দিয়েছে ৷ এরপরে ক্রমশই উপর থেকে নীচে এবং নীচ থেকে উপরে উঠে ক্রমাগত গা হাত ও পা টিপে দিচ্ছে মানুষটির প্রিয় বিড়াল ৷

First published: November 13, 2019, 5:55 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर