Home /News /life-style /
হাতে মেহেন্দি-গাছকৌটো, হবু বউয়ের সেরা পারফরমেন্সে কাঁপল সোশ্যাল মিডিয়া, সুপার ভাইরাল ভিডিও

হাতে মেহেন্দি-গাছকৌটো, হবু বউয়ের সেরা পারফরমেন্সে কাঁপল সোশ্যাল মিডিয়া, সুপার ভাইরাল ভিডিও

হবু বউয়ের তুমুল নাচের ভিডিও ভাইরাল ফেসবুকে

 • Share this:

  চলছে বিয়ে বাড়িকর মরশুম বিয়ের মরশুম বাঙালিদের কাছে অত্যন্ত প্রিয় ও মাঙ্গলিক অনুষ্ঠান যেখানে শুধু প্রীতিভোজই মুখ্য বিষয় নয়, হাসি ঠাট্টা, আনন্দ, মজা এক্কেবারে বিন্দাস একটি পরিবেশ যেন বারেবারে মনে করা বাঙালি আনন্দ করতে জানে ৷ জীবনের বেশি সময় আনন্দ করে কাটানোই মানুষের লক্ষ্য সেই ৷

  আর আনন্দ ভাগ করলে মোটেই কমেনা বরং তা বাড়ে ক্রমাগতই ৷ এমনইঅ এক বিয়ে বাড়ির ভিডিও সোশ্যাল মিডিয়াকে তোলপাড় করেছে যেখানে দেখতে পাওয়া গিয়েছে দু'হাতে মেহেন্দি, গাছ কৌটো নিয়ে তুমুল নাচ বহু বউয়ের তেরি আঁখ কা কাজল গায়ে দুর্দান্ত পারফরমেন্স নতুন ভুয়ের ঝড়ের গতিতে ভাইরাল হয়েছেভিডিও ৷

  বেশ কিছুদিন আগে ভিডিওটি আপলোড করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় যা এখনও কাঁপিয়ে বেড়াচ্ছে, এখনও দাপিয়ে বেড়াচ্ছে এক নজরে দেখে নেওয়া যাক সেই ভিডিও আরও একবার ৷

  Published by:Arjun Neogi
  First published:

  Tags: Viral Video

  পরবর্তী খবর