corona virus btn
corona virus btn
Loading

টাপুর টুপুর, বৃষ্টি নূপূর গানে কোলের শিশুর ড্রাম বাজানোর ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

টাপুর টুপুর, বৃষ্টি নূপূর গানে কোলের শিশুর ড্রাম বাজানোর ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

সব থেকে ভাল মুহূর্তের অপেক্ষায় জীবন

  • Share this:

ফের সোশ্যাল মিডিয়া গরম করেছে এক খুদে, টাপুর টুপুর বৃষ্টি নূপূর গানে ড্রাম বাজিয়ে সোশ্যাল মিডিয়ায় সবার নজরে এসেছে এই খুদে ৷ ঠিক হাঁটাতো দূরের কথা সবে বসতে শিখিছে ছোট্ট শিশুটি তার থেকেই বোঝা যাচ্ছে আগামী দিনে গান বাজনার প্রতি তার আর অনুরাগ সবাইকে মুগ্ধ করেছে ৷ ছোট্ট শিশুর সহজ ও সারল্যে রীতিমত এক দুর্দান্ত হয়েছে ৷

জীবনের বিভিন্ন প্রান্তে বড় হওয়ার সঙ্গে সঙ্গে সঠিক পথ চয়ন করতেই সবাইয়ের জীবনের এক বেশি সময় কেটে যায় ৷ সেই সময়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ যা নির্ধারণ করবে কোনও খাতে বইবে জীবন ৷ জীবনের সম্পূর্ণ অর্থই যেন পরিবর্তিত হয় ৷

বাবা-মায়ের সব সময়েই চিন্তা হয় তাঁর সন্তান বড় হয়ে কী করবে ? কী হবে ? শুধুই লেখাপড়া নয় ৷ লেখাপড়ার সঙ্গে বিশেষধর্মী শিক্ষাই জীবনকে গড়ে তোলে ৷ এই রকমের এক শিশুর ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে ৷

First published: November 6, 2019, 12:04 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर