corona virus btn
corona virus btn
Loading

১০ ফুট লম্বা, ৭০ কেজির দুই বিশালাকার 'টিকটিকি'র তুমুল লড়াই মাঝ রাস্তায়! দেখুন ভিডিও

১০ ফুট লম্বা, ৭০ কেজির দুই বিশালাকার 'টিকটিকি'র তুমুল লড়াই মাঝ রাস্তায়! দেখুন ভিডিও

ট্যুইটারে 'নেচার ইজ লিট' পেজ থেকে ভিডিওটি পোস্ট হতেই ১০ ঘণ্টার মধ্যে তা ১ মিলিয়ন ছাড়িয়ে যায় ।

  • Share this:

বিশালাকার টিকটিকিই বলতে পারেন । টিকটিকির প্রজাতির এই প্রাণীগুলিকে ইংরাজিতে কমোডো ড্রাগন বলা হয়। ভারতে এদের দেখা মেলে না । ভয়ঙ্কর হিংস্র এই ড্রাগন । এরা মাংশাসীও বটে । এরা প্রায় ৩০ বছর বাঁচে । ওজন হয় ৭০ কেজির আশেপাশে । ১০ ফুট লম্বা হয় এরা । ইন্দোনেশিয়ার কমোডো, রিনকা, ফ্লোরেস, গিলি মতাঙ্গ দ্বীপে সবচেয়ে বেশি পাওয়া যায় এই খতরনাক সরীসৃপদের । ঘণ্টায় ১৫ মাইল গতিতে ছুটতে পারে এরা । আর এদের লালায় থাকে প্রায় ৫০ রকম ব্যাকটেরিয়া । তেমনই দুই ড্রাগনের দেখা মিলল একে অপরের সঙ্গে যুদ্ধকালীন অবস্থায়। ট্যুইটারে 'নেচার ইজ লিট' পেজ থেকে ভিডিওটি পোস্ট হতেই ১০ ঘণ্টার মধ্যে তা ১ মিলিয়ন ছাড়িয়ে যায় । তবে ভিডিওটি কোথাকার তা জানা যায়নি ।

Published by: Simli Raha
First published: March 19, 2020, 2:13 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर