#তামিলনাড়ু: বাইক চালাচ্ছেন এক ব্যক্তি, আরোহী এক সারমেয়! তবে, শুধু আরোহী বললেন ভুল হবে, 'সঠিক' আরোহী, অর্থাৎ মাথায় হেলমেট পরে বাইকে চেপেছে পোষ্য কুকরটি! যেখানে মানুষকে হেলমেট পরা নিয়ে কোটিবার সচেতন করেও সবসময় ফল মেলেনা, সেখানে তামিলনাড়ুর এই সারমেয়র সাবধানতা অবলম্বন সত্যি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, মানুষের থেকে সে কোনও অংশে কম নয়!
পোষ্যের ট্রাফিক আইন মানার ভিডিওটি নেট দুনিয়ায় শেয়ার হতেই 'ভাইরাল' হয়েছে ! নেটিজেনরা বাহবা জানিয়েছে সারমেয়কে! ভিডিওটিতে দেখা যায় কালো রঙের একটি সারমেয় মাথায় হেলমেট পড়ে বাইকে তার প্রভুর পিছনে চেপে বসেছে। বসার ভঙ্গিমাও অবাক করা... এক্কেবারে মানুষের মতোই বসেছে সারমেয়, সামনের হাতদুটো প্রভুর কাঁধে রাখা!
Dog wearing helmet for safety in Tamilnadu..
Really admiring the owner's care..❤❤ pic.twitter.com/pmEvwf2Dq4 — Pramod Madhav (@madhavpramod1) January 7, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dog wears helmet