হোম /খবর /লাইফস্টাইল /
ট্রাফিক আইন মানব ! মাথায় হেলমেট পরে বাইকে চাপল সারমেয়, ভিডিও নিমেষে 'ভাইরাল'

ট্রাফিক আইন মানব ! মাথায় হেলমেট পরে বাইকে চাপল সারমেয়, ভিডিও নিমেষে 'ভাইরাল'

সারমেয় বসেছেও এক্কেবারে মানুষের মতো !

  • Last Updated :
  • Share this:

#তামিলনাড়ু:  বাইক চালাচ্ছেন এক ব্যক্তি, আরোহী এক সারমেয়! তবে, শুধু আরোহী বললেন ভুল হবে, 'সঠিক' আরোহী, অর্থাৎ মাথায় হেলমেট পরে বাইকে চেপেছে পোষ্য কুকরটি! যেখানে মানুষকে হেলমেট পরা নিয়ে কোটিবার সচেতন করেও সবসময় ফল মেলেনা, সেখানে তামিলনাড়ুর এই সারমেয়র সাবধানতা অবলম্বন সত্যি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, মানুষের থেকে সে কোনও অংশে কম নয়!

পোষ্যের ট্রাফিক আইন মানার ভিডিওটি নেট দুনিয়ায় শেয়ার হতেই 'ভাইরাল' হয়েছে ! নেটিজেনরা বাহবা জানিয়েছে সারমেয়কে! ভিডিওটিতে দেখা যায় কালো রঙের একটি সারমেয় মাথায় হেলমেট পড়ে বাইকে তার প্রভুর পিছনে চেপে বসেছে। বসার ভঙ্গিমাও অবাক করা... এক্কেবারে মানুষের মতোই বসেছে সারমেয়, সামনের হাতদুটো প্রভুর কাঁধে রাখা!

দেখুন সেই ভিডিও--
Published by:Rukmini Mazumder
First published:

Tags: Dog wears helmet