corona virus btn
corona virus btn
Loading

সঙ্গমের সময় কোন শব্দ পুরুষের উত্তেজনা দ্বিগুণ করে? সাফ উত্তর দিল সমীক্ষা

সঙ্গমের সময় কোন শব্দ পুরুষের উত্তেজনা দ্বিগুণ করে? সাফ উত্তর দিল সমীক্ষা
সমীক্ষায় উঠে এল চমকপ্রদ তথ্য৷

এই সমীক্ষা দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ৮৩ শতাংশ অবিবাহিত পুরুষই যৌন সংসর্গে জড়িয়েছেন৷

  • Share this:

সকলেই জানে৷ অথচ চূড়ান্ত ব্যক্তিগত বেডরুমের ভিতরের উষ্ণ মুহূর্তগুলি৷ প্রতি মানুষের আলাদা আলাদা যৌনরুচি৷ ফলে তাঁদের মিলনের ধরনধারণও আলাদা৷ এ বিষয়ে দীর্ঘ সময় গবেষণা করার পর বেশ কিছু চমকপ্রদ তথ্য তুলে এনেছে রিসার্চ নাও-এর সিঙ্গল ইন আমেরিকা নামক সমীক্ষাটি৷

এই সমীক্ষা দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ৮৩ শতাংশ অবিবাহিত পুরুষই যৌন সংসর্গে জড়িয়েছেন৷ দেখা যাচ্ছে সিঙ্গল পুরুষদের মধ্যে নিয়ন্ত্রিত এবং সুরক্ষিত যৌনতায় জড়ানোর প্রবণতা অনেক বেশি৷

আরও দেখা যাচ্ছে যৌনমিলনের সময়ে আসলে পৌরুষের জয়জয়কার পছন্দ করে পুরুষ৷ কোনও মেয়ে যদি তাকে ‘সুন্দর’, ‘সুপুরুষ’ বলে, পুরুষের যৌনাঙ্গের প্রশংসা করে তবে সে তুরীয় মুহূর্তে পৌঁছয়৷

কতদিন থাকবে পুরুষের যৌনক্ষমতা, তাই নিয়েও মত দিয়েছে এই সমীক্ষা৷ দেখা যাচ্ছে ষাট পেরিয়েও ভালই সক্ষম থাকেন বহু পুরুষ৷

Published by: Arka Deb
First published: March 7, 2020, 7:11 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर