#কলকাতা: সামনেই সামার।শহরে ফ্যাশন হাউসে ঋতুপর্ণা সেনগুপ্ত। নিজের সামার ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে অকপট অভিনেত্রী।
ব্যস্ত অভিনেতা হঠাৎই হাজির ফ্যাশন বিপনীতে ।আরে বাবা হবে নাই বা কেন? সামনেই তো গ্রীস্মকাল।সেখানে চাই নতুন ওয়ার্ডরোব।আর ঠিক গ্রীষ্মের আগেই দেখা পাওয়া গেল ঋতুপর্ণার।
কেমন ধরনের পোশাক পড়া উচিত গরমে ?তিনি নিজেই বা কি পছন্দ করেন? তবে গ্রিসের আগেই ঋতুর পরনে হলদে গাউন জানান দিচ্ছে বসন্ত এসে গেছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Fashion, Kolkata, News, Rituporna Sengupta, Summer