ভারতের সংরক্ষণশীল সমাজে মেয়েদের ক্ষেত্রে অনেক বাধা-নিষেধ আছে। বিশেষ করে মেয়েরা যখন বড় হয়ে যান, তখন তাঁরা কাদের সঙ্গে মিশছেন, তাঁদের কোনও বয়ফ্রেন্ড আছে কি না, এই নিয়ে ভেবে ভেবে অনেক বাবা মায়েরই রাতের ঘুম উড়ে যায়। সোনা যেমন কষ্টি পাথরে ঘষে যাচাই করা হয়, তেমনই মেয়ের বয়ফ্রেন্ডকে যাচাই করেন অনেক বাবা-মা। এখন তো আরও বেশি করে সতর্ক থাকতে হয় বাবা-মাকে! কারণ বাজারে অনেক ডেটিং অ্যাপ এসে গিয়েছে। কে যে কোথায় ঘাপটি মেরে বসে আছে সেটা বোঝার উপায় নেই!
কিন্তু নিয়মের উল্টো পথে হাঁটার লোকেরও তো অভাব নেই। তাই কোনও ভারতীয় মা যখন মেয়েকে বলেন বয়ফ্রেন্ড খুঁজে নিতে বা বয়ফ্রেন্ড নে-ই বা কেন, তখন একটুআধটু তারিফ তো করতেই হয়! Twitter-এ এই রকমই একজন তাঁর মায়ের সঙ্গে কথোপকথন শেয়ার করেছেন। আর এই কথাবার্তায় 'কুল' মমের উত্তর শুনে দারুণ খুশি হয়েছেন নেটিজেনরা। কথোপকথনে দেখা যাচ্ছে যে মেয়ে মাকে অনুরোধ করছে যে আলু টোকরি নামক স্ট্রিট ফুড খেতে যেতে। মায়েরও চটজলদি উত্তর তিনি ব্যস্ত আছেন, তাই মেয়ে যেন তার প্রেমিকের সঙ্গে চলে যায়! মেয়ে তখন বলে যে- আর যদি তার কোনও বয়ফ্রেন্ড না থাকে তাহলে?মায়ের সোজাসাপটা উত্তর- তাহলে প্রথম কাজ হল একটি বয়ফ্রেন্ড যোগাড় করা তার পর আলু টোকরি খেতে যাওয়া!
I just asked for some aloo tokri chaat????? pic.twitter.com/pE3brM3m7M
— tequila mockingbird (@pizzapurist) February 6, 2021
ভাবিকা বলে একজন Twitter ব্যবহারকারী তো বিশ্বাসই করতে পারছিলেন না যে এই ধরনের কথা কারও মা বলতে পারেন। ভাবিকা মন্তব্য করেন যে এটা মোটেও তোমার মা নন, কারণ মায়েরা এসব শুনলে প্রায় সন্তানদের মেরেই ফেলেন!
What a super cool mom
— Abishek kumar (@theabishekkumar) February 6, 2021
ভারতের মতো দেশে যেখানে বেশিরভাগ ছেলে মেয়েরাই বাবা-মায়ের কাছ থেকে তাঁদের প্রেমিক বা প্রেমিকার কথা লুকিয়ে রাখেন, সেখানে এই ধরনের কথাবার্তা হজম করতে পারছেন না অনেকেই।
একজন তাই একটি ছবির মাধ্যমে বুঝিয়ে দেন যে কেউ দু'টো মোবাইল থেকে নিজেই নিজের সঙ্গে কথা বলেছে কারণ এগুলো কোনও মায়ের পক্ষে বলা সম্ভব নয়।
Behind the scene pic.twitter.com/w3tu1iHOOQ
— Roshesh (@therosheshh) February 7, 2021
একজন বলেন যে তিনি নিজে যখন মা হবেন তখন তিনিও এই রকম 'কুল' হতে চান।
Then first get boyfriend, fir aalo tikri chaat. Aap chronology samajhiye pic.twitter.com/Ladlx83uFF
— vasu // aditi, meera and taki stan (@vasu8555) February 7, 2021
প্রকৃত ট্যুইটটি অসংখ্যবার রিট্যুইট করা হয়েছে ও লাইক দিয়েছেন বহু মানুষ!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Twitter, Valentines day, Valentines week, Viral