• Home
 • »
 • News
 • »
 • life-style
 • »
 • ক্লাসের বেঞ্চে বসেই প্রেমের গানে মজে ছাত্রছাত্রী, নতুন সুরের জাদুতে ভিডিও ভাইরাল

ক্লাসের বেঞ্চে বসেই প্রেমের গানে মজে ছাত্রছাত্রী, নতুন সুরের জাদুতে ভিডিও ভাইরাল

ভাইরাল ভিডিও দেখলে মনটা ভালো হয়ে যায়

ভাইরাল ভিডিও দেখলে মনটা ভালো হয়ে যায়

ভাইরাল ভিডিও দেখলে মনটা ভালো হয়ে যায়

 • Share this:

  #কলকাতা: কৈশোর একটা দারুণ পর্ব ৷ স্কুল হোক বা কলেজ - এই সময়ে ছাত্রছাত্রীরা এক অন্য পৃথিবীতে করে তারা ৷ তাদের সময়ে তারা আনন্দ করে এক অন্যভাবে ৷ ক্লাসে পড়াশোনা হোক বা ক্লাসে মজা করা সব কিছুই এক অনবদ্য অনুভব ৷

  এই রকম আনন্দঘন মুহূর্ত কাটাতে কাটাতেই কখনও কখনও দারুণ শিল্প সৃষ্টিও হয়ে যায় ৷ গত বছর থেকেই ভাইরাল ভিডিও ট্রেন্ডিং ৷ এইরকম ভাইরাল ভিডিও থেকেই বলিউডে অবধি চলে গিয়েছিলেন রাণু মণ্ডল ৷ সেই থেকে একাধিক ট্রেন্ডিং ভিডিওর দিকে নজর থাকে ৷ এরকমই একটি গানের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ৷ গানটি তামাশা সিনেমার আগর তুম সাথ হো -গানটি গেয়েছে স্কুলের ছাত্রছাত্রী ৷ কোনওরকম যন্ত্রাণুষঙ্গ ছাড়া গানেরএই ভিডিওটি একেবারেই স্নিগ্ধ মাধুর্যে ভরা ৷ শুনে নিন মন ভোলানো সেই গান ৷

  এই ভিডিও -র লক্ষ লক্ষ ভিউ হয়েছে ৷ শেয়ারও হয়েছে কয়েক হাজার ৷ আরও দেখুন
  Published by:Debalina Datta
  First published: