#কলকাতা: কৈশোর একটা দারুণ পর্ব ৷ স্কুল হোক বা কলেজ - এই সময়ে ছাত্রছাত্রীরা এক অন্য পৃথিবীতে করে তারা ৷ তাদের সময়ে তারা আনন্দ করে এক অন্যভাবে ৷ ক্লাসে পড়াশোনা হোক বা ক্লাসে মজা করা সব কিছুই এক অনবদ্য অনুভব ৷
এই রকম আনন্দঘন মুহূর্ত কাটাতে কাটাতেই কখনও কখনও দারুণ শিল্প সৃষ্টিও হয়ে যায় ৷ গত বছর থেকেই ভাইরাল ভিডিও ট্রেন্ডিং ৷ এইরকম ভাইরাল ভিডিও থেকেই বলিউডে অবধি চলে গিয়েছিলেন রাণু মণ্ডল ৷ সেই থেকে একাধিক ট্রেন্ডিং ভিডিওর দিকে নজর থাকে ৷ এরকমই একটি গানের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ৷ গানটি তামাশা সিনেমার আগর তুম সাথ হো -গানটি গেয়েছে স্কুলের ছাত্রছাত্রী ৷ কোনওরকম যন্ত্রাণুষঙ্গ ছাড়া গানেরএই ভিডিওটি একেবারেই স্নিগ্ধ মাধুর্যে ভরা ৷ শুনে নিন মন ভোলানো সেই গান ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Viral Video