#কলকাতা: মনের জোরই আসল ৷ যা কিনা জীবন শক্তিকে বাঁচিয়ে রাখে ৷ তাই মনকে যদি সুস্থ ও সবল রাখা যায়, তাহলে খুঁজে পাওয়া যায় জীবনের মানে ৷ জীবনের এই শিক্ষাকেই যেন ফের মনে করিয়ে দিলেন এক ছাত্রী ৷ সেরিব্রল পলসিতে আক্রান্ত হয়েও মনে জোরে নিজেকে মাতিয়ে তুললেন গানে ও নাচে ৷
সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে সেরিব্রল পলসিতে আক্রান্ত হওয়া একটি মেয়ে নেচে উঠেছেন বাহুবলি ২ ছবির ‘কানহা’ গানটিতে ৷ পাশে অবশ্য তাঁর এক বান্ধবীও রয়েছেন, তাঁকে সঙ্গ দিতে ৷
তবে ভিডিওটি দেখে চোখ আটকে যায় সেরিব্রল পলসি আক্রান্ত মেয়েটির দিকেই ৷ কী অদম্য তাঁর ইচ্ছে শক্তি? প্রমাণ রয়েছে তাঁর এই নাচের ভিডিওতেই ৷
দেখুন সেই ভিডিও---
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dance, Student, Video, Viral, ফেসবুকে ভাইরাল, ভাইরাল, ভিডিও