দিল্লি: প্রতি চার মিনিটে ভারতে একজনের প্রাণ কাড়ছে স্ট্রোক! এমনই দাবি করলেন বিখ্যাত নিউরোলজিস্ট এম ভি পদ্ম শ্রীবাস্তব৷ ওই চিকিৎসকের মতে, ভারতে মৃত্যুর দ্বিতীয় সবথেকে বড় কারণ স্ট্রোক৷ দিল্লির একটি হাসপাতালের কর্মশালায় অংশ নিয়ে এই দাবি করেছেন বিখ্যাত এই স্নায়ু রোগ বিশেষজ্ঞ৷
ওই চিকিৎসকের বক্তব্য অনুযায়ী, ভারতে স্ট্রোকে আক্রান্ত ৭০.৯ শতাংশ মানুষেরই মৃত্যু হয়৷ তিনি জানিয়েছেন, যখন মস্তিষ্কে কোনও শিরা ফেটে যায় তখন সেখান থেকে রক্তক্ষরণ শুরু হয়৷ ফলে মস্তিষ্কে পর্যাপ্ত রক্ত সরবরাহ হয় না৷ এরকম সমস্যা হলেই কেউ স্ট্রোকে আক্রান্ত হন৷
আরও পড়ুন: সকালে ঘুম থেকে উঠেই কোষ্ঠকাঠিন্যে জেরবার? মুক্তি পেতে ডায়েটে রাখুন এই খাবারগুলি
আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে দিল্লির গঙ্গা রাম হাসপাতালে একটি কর্মশালার আয়োজন করা হয়৷ সেখানেই অংশ নেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ এম ভি পদ্ম শ্রীবাস্তব৷ তিনি বলেন, ভারতে প্রতি বছর কমবেশি ১ লক্ষ ৮৫ হাজার মানুষ স্ট্রোকে আক্রান্ত হন৷ প্রতি চল্লিশ সেকেন্ডে স্ট্রোকে আক্রান্ত হন একজন৷ প্রতি চার মিনিটে মৃত্যু হয় একজন আক্রান্তের৷
ওই চিকিৎসকের মতে, ভারতে যেভাবে স্ট্রোক আক্রান্তের সংখ্যা বাড়ছে তা অত্যন্ত উদ্বেগজনক৷ তাঁর আক্ষেপ, এই প্রবণতা সত্ত্বেও ভারতের হাসপাতালগুলিতে স্ট্রোক আক্রান্তদের দ্রুত এবং কার্যকরী চিকিৎসার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির ঘাটতি রয়েছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Stroke