Home /News /life-style /
কনডোম সহ যৌনমিলনে সম্মতি ছিল, তারপর আপনি খুলে ফেললেন সেটা !

কনডোম সহ যৌনমিলনে সম্মতি ছিল, তারপর আপনি খুলে ফেললেন সেটা !

Representive Image

Representive Image

 • Share this:

  #নয়াদিল্লি : যৌনতার নানারকম ট্রেন্ড রয়েছে ৷ মানুষ চায় বিভিন্ন পরীক্ষানিরীক্ষা করতে কিম্বা রোজকার একঘেয়ে যৌনজীবনকে মশলা দিতে ৷

  কিন্তু কিছু কিছু যৌনতা আছে যেগুলি অন্যের ক্ষতি করতে পারে ৷ সম্প্রতি  একটি যৌনতার ট্রেন্ড চালু হয়েছে তার নাম ‘Stealthing’ ৷ এটা এক মারত্মক চোরা বিষয় ৷ দু‘জন স্থির করলেন তাঁরা শারীরিকভাবে মিলিত হবেন তবে প্রোটেকশন থাকবে ৷ কিন্তু পুরুষ পার্টনার অর্গাজমের সময়ে কথা রাখলেন না , খুলে ফেললেন প্রোটেকশন ৷ এককথায় কথা রাখলেন না পুরুষ সঙ্গী ৷

  তবে এটা মোটেও সাধারণ ঘটনা নয় ৷ বিভিন্ন দেশে ইতিমধ্যেই এটিকে শাস্তিযোগ্য অপরাধ বলে গন্য করা হয় ৷ ধর্ষণের চেয়ে কোনও অংশে কম নয় এইধরণের যৌন সংসর্গ ৷

  আরও পড়ুন - এই রকম মহিলার দিকে বিশেষভাবে আকর্ষিত হন পুরুষরা !

  এই ধরণের যৌন সংসর্গে মহিলা খুব খারাপভাবে ব্যবহৃত হন ৷ বিশ্বাসভঙ্গের মতো বিষয়টি তো থাকেই, তাছাড়াও থাকে অবাঞ্ছিত গর্ভাবস্থার ভয় ৷ এতে যৌন সংসর্গ আনন্দের বদলে সেটা শাস্তিযোগ্য অপরাধ ৷

  First published:

  Tags: Condom, Sex, কনডোম, সেক্স

  পরবর্তী খবর