প্রতিবন্ধকতাকে বুড়ো আঙুল দেখিয়ে হুইল চেয়ারে বসেই অপূর্ব নাচ করলেন বিশেষভাবে সক্ষম কিশোরী! সাজখানাও বড় ভাল, ভারী মিষ্টি লাগছে...লাল টুকটুকে আনারকলির সঙ্গে টিপ, মাথায় টিকলি... যেখানে প্রতিদিন মানুষ ছোট ছোট না-পাওয়ার জন্য ডুকরে ডুকরে মরে, সেখানে এই তরুণী প্রমাণ করে দিলেন, জীবনটা আনন্দ করে বাঁচার জন্য! যা পাওয়া হয়নি, তা না-পাওয়াই থাক... যে-টুকু পেয়েছেন, তা উদযাপন করাই জীবন!
বিশেষভাবে সক্ষম এই যুবতীর ভিডিও নেট দুনিয়ায় 'ভাইরল' হয়েছে! কোটি কোটি লাইক, ভিউ, শেয়ার! নেটিজেনরা প্রশংসার ঝড় তুলেছেন।
দেখে নিন সেই ভিডিও--
ইদানীং 'ভাইরাল'-এর যুগ চলছে! সোশ্যাল মিডিয়ার দৌলতে খুব সহজেই মানুষের কাছে পৌঁছিয়ে যায় নানা ধরনের কনটেন্ট! ভিউ, শেয়ার বা লাইকের উপর নির্ভর করে কনটেন্টটি কতখানি 'হিট' বা 'ভাইরাল' হল! ইদানীং সময়ে সোশ্যাল মিয়িডায় সবথেকে জনপ্রিয় হয়েছে রাণু মণ্ডলের গান! এবার 'ভাইরাল' হল