সোশ্যাল সাইটের সৌযন্যে এখন কোনও ছবি বা ভিডিও নিমেষে ছড়িয়ে পরে কোটি কোটি মানুষের মধ্যে। কনটেন্ট-এর মাণের উপর নির্ভর করে তা 'ভাইরাল'-ও হয়। যেমন এই মুহূর্তে নেট দুনিয়ায় ভাইরাল এমন একটি ভিডিও, যা দেখলে জীবনের মানেটাই যেন পালটে যায়... হাজারো অসহায় মুহূর্তেও অনুপ্রেরণা যোগায়। আরও একবার প্রমান করে, ইচ্ছেশক্তিতে ভর করে মানুষ কী না করতে পারে! ভিডিওটিতে দেখা যায়, বিশেষ ক্ষমতা সম্পন্ন এক যুবকের পা দিয়ে ক্যারম খেলার ভিডিও এখন নেটদুনিয়ার চর্চায়।
দেখুন সেই খেলার ভিডিও--
ভিডিওতে দেখা যাচ্ছে, সাদা টি-শার্টে পরে ক্যারম বোর্ডের সামনে দাঁড়িয়ে ওই যুবক। দু’টি হাত নেই। তাঁর সঙ্গের লোকেরা অবশ্য স্বাভাবিকভাবেই ক্যারম খেলছেন। কিন্তু যুবকের দান আসতেই দেখা যায়, তিনি উঠে দাঁড়ান । এরপর বোর্ডে পা তুলে পায়ের পাতার আঙুলে ধরেন স্ট্রাইকারটি। তারপর একের পর এক গুটি ফেলতে থাকেন কপেটে। যুবকের প্রতিভা আর মনের জোরের তারিফ করেছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়া জুড়ে কুর্ণিশ!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Viral Video