প্রেমে পড়ে মনের মানুষের সঙ্গে নতুন জীবন শুরু করা এক অপূর্ব অনুভূতি৷ ভালবাসার জন পাশে থাকলে মানসিক শক্তি বেড়ে যায় অনেক গুণ৷ কিন্তু প্রেমকে দীর্ঘজীবী করতে হলে, অনেক দিন পর্যন্ত প্রেমের আকর্ষণ বজায় রাখতে হলে, প্রয়োজন দূরত্ব৷ শুনতে আশ্চর্য লাগলেও প্রেমে কাছাকাছি আসতে প্রয়োজন দূরত্ব (space in relationship)৷
এই দূরত্ব অবশ্য মানসিক দূরত্ব নয়৷ বরং এ হল পোশাকি ভাষায় যাকে বলে ‘স্পেস’৷ যে কোনও সম্পর্কে, প্রেম হোক দাম্পত্য, এই স্পেসটুকু প্রয়োজন৷ তবে কোনও কিছুই অতিরিক্ত কাম্য নয়৷ দু’জনের মধ্যে বন্ধনের রাশ খসে পড়ে যাওয়া যেমন ভাল নয়৷ আবার একে অন্যের ঘাড়ে নিঃশ্বাস ফেললেও দমবন্ধ পরিস্থিতি তৈরি হয়৷ তাই প্রয়োজন উপযুক্ত ভারসাম্য (balance in relationship)৷
আরও পড়ুন : বিবাহিত পুরুষের প্রেমে পড়লে পরিণতি বেশিরভাগ ক্ষেত্রেই যন্ত্রণাদায়ক
যখন আমরা কোনও সম্পর্কের সীমারেখা নিয়ে কথা বলি, আমরা স্পেসের প্রসঙ্গ তুলি৷ এই স্পেস হল সেই পরিসর যা আমাদের স্বকীয়তা ফুটিয়ে তোলে৷ আমাদের মনে রাখতে হবে, সম্পর্কে থাকলেও এক জনের উপস্থিতি যে তাঁর সঙ্গীর ব্যক্তিগত বিকাশের পথে বাধা না হয়ে দাঁড়ায়৷ ভাল ও সুস্থ সম্পর্ক হল সেটাই, যেখানে দুই সঙ্গীই সম্পর্কে থেকে নিজস্ব পরিসর উপভোগ করেন নিজস্বতার মানসিক বৃদ্ধির পথে৷ এর ফলে দুই সঙ্গীর একে অন্যের প্রতি ভালবাসা ও শ্রদ্ধা কমে না, বরং বাড়ে৷ অন্যদিকে, পরিপুষ্ট হয় তাঁদের সম্পর্কও৷
আরও পড়ুন : ভালবাসার প্রকাশই শুধু নয়! সুস্থতায় আলিঙ্গনের উপকারিতাও অঢেল
নিজস্ব পরিসরটুকু সঙ্গীর কাছে চেয়ে নিতে প্রয়োজন মানসিক শক্তি৷ সঙ্গীর মনে হতেই পারে তাঁর প্রতি আকর্ষণ হারাচ্ছেন হয়তো আর এক জন৷ মনের কোণে উঁকি দেয় প্রতারিত হওয়ার আশঙ্কা, এমনকী, সন্দেহও৷ সেক্ষেত্রে তাঁকে বোঝাতে হবে সম্পর্কে কিছু সীমারেখা পালিত হওয়া উচিত শ্রদ্ধা বজায় রেখেই৷ এক জন সঙ্গীর আবেগের বহিঃপ্রকাশ সহমর্মিতার সঙ্গে সামলাতে হবে অন্য সঙ্গীকেই৷
আরও পড়ুন : কয়েক বসন্ত পেরিয়ে গেলেও পুরনো দাম্পত্যকে সতেজ রাখুন
কোনও সম্পর্কে ভুল বোঝাবুঝি থাকলে সেই সম্পর্ক কোনওদিন দীর্ঘস্থায়ী হবে না৷ সঙ্গী স্পেস বা নিজস্ব পরিসর চাইলে অন্যজনের উচিত ধৈর্য ধরে তাঁর বক্তব্য শোনা৷ যুক্তি দিয়ে বিচার করা৷ এই ভাবে দুই সঙ্গীর একে অন্যে পরষ্পরকে বুঝতে পারবেন৷ যা নাকি যে কোনও সম্পর্ক দীর্ঘস্থায়ী হওয়ার অন্যতম শর্ত৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Relationship