corona virus btn
corona virus btn
Loading

মাথায় পড়েছে টাক, সাদা হয়েছে চুলও, কাঁপা পায়ে পুরনো বন্ধুদের ফিরে পেয়ে কিশোর কুমারের গানে তুমুল নাচ

মাথায় পড়েছে টাক, সাদা হয়েছে চুলও, কাঁপা পায়ে পুরনো বন্ধুদের ফিরে পেয়ে কিশোর কুমারের গানে তুমুল নাচ

বিদ্যুতের গতিতে ছয় বন্ধুর নাচের ভিডিও ভাইরাল

  • Share this:

কাকে যেন ভালবেসে পাগল হয়ে যে শেষে পাগলা গারোদে আছে রমা রায় ? সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে জীবনে অনেক কিছুই পরিবর্তিত হয় ৷ চিন্তাভাবনা থেকে মানসিকতা সময়ের সঙ্গে প্রয়োজনীয়তাগুলিও যেন মাথা চাড়া দিয়ে দাঁড়ায় ৷ সময়ের ইঁদুর ধরতে গিয়ে দৌড়তে দৌড়তে জীবনটা যেন কখন কেমন হয়ে যায় তা বুঝতে পারা যায়না ৷ সময় ও দায় দায়িত্বের মাঝে যেন কোথা দিয়ে যেন বয়সটা বেড়ে যায় ৷ প্রথমে শৈশব, কৈশোর, যৌবন ও বার্ধক্য পার হয়ে নিতে হয়ে ফিরে যাওয়ার প্রস্তুতিও ৷

ছাত্রজীবন থেকে কর্মজীবন সব ক্ষেত্রেই নিজের দায়িত্ব পালক করতে গিয়ে যেন সময়ের বেড়াজালে ভুলে যেতে হয় সব কিছু নিজের ভাললাগা মন্দলাগা, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, বাবা-মা সব যেন এক এক করে বিদায় নেয় ৷ অন্যের জন্য দৌড়তে দৌড়তে বয়সটা যেন কখনই ছয়ের কোঠায় পৌঁছয় কেউই বুঝতে পারেনা ৷ সন্তানের শিক্ষা ও বিয়ে এই দায়িত্ব পালন করতে না করতেই ৷ কর্মজীবন থেকে অবসর নিতে হয় ৷ হারিয়ে যাওয়া সম্পর্ক ও বন্ধবান্ধবেরা আবার শিকড়ের টানে ফিরে আসে ৷ একে অপরের সঙ্গে সময় কাটাবার অঙ্গীকার যেন সত্যি হয় ৷

বন্ধুবান্ধবেরা কর্মজীবন শেষ করে একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছে সুরের আকাশে ৷ কিশোর কুমারের সুপারহিট ইয়ারানা ছবির গান তেরে য্যায়সা ইয়ার কাঁহা ৷ সেই ভিডিওই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ তুমুল গতিতে ভাইরাল হয়েছে ভিডিওটি ৷ এই ভিডিওটির সত্যতা আমরা যাচাই করিনি ৷ তবে গানটিতে আবেগ যে ধরা পড়েছে সেই বিষয়ে কোনও সন্দেহ নেই ৷

First published: January 11, 2020, 6:29 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर