Home /News /life-style /
গণহারে মেয়েদের সিঁথি রাঙিয়ে দিচ্ছেন ছেলেরা! TikTok-এ বিয়ের ঝড় উঠল হোলিতে

গণহারে মেয়েদের সিঁথি রাঙিয়ে দিচ্ছেন ছেলেরা! TikTok-এ বিয়ের ঝড় উঠল হোলিতে

দেখা যাচ্ছে, ছেলেরা মেয়েদের সিঁথি রাঙিয়ে দিচ্ছেন লাল আবিরে ৷ নকল সেই বিয়ের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: বসন্ত এসেছে শহরে ৷ এসেছে রঙের উৎসব ৷ রং দোলে তাই হরেক রঙে রেঙে উঠেছেন সকলেই ৷ কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়া ছাড়া যেন অন্ধকার দেখেন জেন-ওয়াইয়ের ছেলেমেয়েরা ৷ তাই রং খেলে আজকাল লোকে সাবান-শ্যাম্পু খোঁজে না ৷ খোঁজে ফোন বা ক্যামেরা ৷শুধু ছবি তোলাই নয়, স্লো-মোশন ভিডিও, বুমেরাং, টিকটক সবটাই এখন ইন-ট্রেন্ড ৷ তাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে নকল বিয়ের টিকটিক ভিডিও ৷ সেই ভিডিওতে একদল কপোত-কপোতী পাঞ্জাবী আর শাড়িতে সেজে টিকটক ভিডিও করছেন ৷ তাতে দেখা যাচ্ছে, ছেলেরা মেয়েদের সিঁথি রাঙিয়ে দিচ্ছেন লাল আবিরে ৷ নকল সেই বিয়ের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ৷

Published by:Simli Raha
First published:

Tags: Holi special Tik Tok video