Home /News /life-style /
বিষধর গোখরোকে হিড়হিড় করে টেনে নিয়ে যাচ্ছেন বৃদ্ধা, ভাইরাল সাহসী ঠাকুমার ভিডিও--

বিষধর গোখরোকে হিড়হিড় করে টেনে নিয়ে যাচ্ছেন বৃদ্ধা, ভাইরাল সাহসী ঠাকুমার ভিডিও--

নেট দুনিয়ার নরুন 'হিরো' ঠাকুমা

 • Share this:

  এখন ভাইরালের যুগ ! পছন্দের কনটেন্ট নিমেষে শেয়ার হয়ে যাচ্ছে গোটা দুনিয়ায়...পৌঁছে যাচ্ছে কোটি কোটি মানুষের কাছে! কনটেন্টের গ্রহণযোগ্যতার উপর নির্ভর করে তা ভাইরালও হচ্ছে ! যেমন, এই মুহূর্তে নেট দুনিয়া দাপিয়ে বেড়াচ্ছে এক বিষধর গোখরো সাপ আর বৃদ্ধার কীর্তির ভিডিও!

  ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস (IFS) -এর আধিকারিক সুশান্ত নন্দা টুইটারে একটি ভিডিও পোস্ট করেন যেখানে দেখা যাচ্ছে বিষধর এক গোখরো সাপের লেজ ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন এক বৃদ্ধা! বেজায় খেপে গিয়ে সাপটি বৃদ্ধাকে ছোবল মারার আপ্রাণ চেষ্টা করলেও পারছে না! এরপরই দেখা যায় সাপটিকে হিড়হিড় করে টানতে টানতে সোজা পুকুরে ছুড়ে ফেলে দেন বৃদ্ধা! সুশান্ত নন্দা ক্যাপশনে লেখেন, ' ঠাকুমা গোখরো সাপকে শায়েস্তা করার এটা উপায় নয়।'

  দেখুন সেই ভিডিও--

  ভিডিওটি নেটিজেনদের বেজায় মনে ধরেছে ! বৃদ্ধার সাহসকে কুর্নিশ জানিয়েছে নেট দুনিয়া! শেয়ার, লাইক ও ভিউয়ের সংখ্যাও বাড়ছে লাফিয়ে লাফিয়ে! এককথায়, নেট দুনিয়ার নতুন 'হিরো' ঠাকুমা!

  Published by:Rukmini Mazumder
  First published:

  Tags: Snake viral video

  পরবর্তী খবর