#কলকাতা: পুজো আসতে আর বেশি দিন বাকি নেই। ফেসিয়াল, পেডিকিওর, ম্যানিকিওর থেকে হেয়ার স্পা,অনেক কিছুই করা বাকি। তার সঙ্গে পাল্লা দিয়ে পুজো শপিং তো আছেই। এর মধ্যে খেয়ালই থাকে না যে কালো দাগ ছোপ শুধু মুখে নয়, গলা আর ঘাড়ের কাছেও পড়ে। রোদ্দুর সেখানেও লাগে আর চামড়া সেখানেও ট্যান হয়। এদিকে ডিপ কাট ড্রেস পরে চুল যদি একটু তুলে বাঁধতে হয় তাহলে তো ঘাড় দেখা যাবে। ঝকঝকে মুখের সঙ্গে কালচে গলা আর ঘাড় কি দেখতে ভাল লাগবে? মোটেই না।
বাজারে যদিও এই কালো দাগ দূর করার জন্য অনেক প্রসাধনী পাওয়া যায়। তবে বেশ চড়া মূল্যের হলেও এই পণ্যগুলি বেশির ভাগ সময়ে কার্যকর হয় না। কিন্তু এই সমস্যা সমাধানের জন্য ঘরোয়া উপায় রয়েছে।
রূপ বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে ঘাড়ে গলায় কালো দাগ ছোপ দূর করতে হলে সবচেয়ে সেরা হল রক সল্ট। রক সল্ট ত্বকের জন্য খুবই উপকারী। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা শুধু ত্বককে উজ্জ্বল ও সুন্দর করে না, সংক্রমণ থেকেও রক্ষা করে। শুধু তাই নয়, এই নুন ত্বকের ময়লা পরিষ্কার করে এবং এর কালচে ভাবও কমায়।
যেহেতু প্রত্যেকের ত্বকের ধরন আলাদা হয় তাই রক সল্ট ব্যবহার করার আগে একবার ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া দরকার ।
কী করতে হবেএক চা চামচ রক সল্ট, এক টেবিল চামচ অ্যালো ভেরা জেল, একটা কলার খোসা আর এক চা চামচ গোলাপ জল নিতে হবে।কলার খোসাতে অ্যালোভেরা জেল ও রক সল্ট দিতে হবে। ঘাড়ে গোলাপজল লাগিয়ে কলার খোসা ঘাড়ে আলতো করে ঘষতে হবে।২ থেকে ৪ মিনিট ঘাড় স্ক্রাব করার পর জল দিয়ে ধুয়ে ওয়াটার বেসড ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে হবে।
রক সল্টের উপকারিতারক সল্ট খুব ভাল এক্সফোলিয়েটর। অনেক সময় ঘাড়ে মৃত কোষ স্তর জমে যাওয়ার কারণেও তা কালো দেখায়। ঘাড়ে রক সল্ট লাগালে মৃত কোষ উঠে যায়।এছাড়াও, রক সল্টেরও ব্লিচিং বৈশিষ্ট্য রয়েছে। ত্বক ট্যান দূর করতে পারে এই নুন।শরীরের দুর্গন্ধ দূর করে।রক সল্ট দিয়ে স্নান করলে সতেজ লাগে এবং এতে ত্বকে সংক্রমণের ঝুঁকিও কম হয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Durga Puja, Durga Puja 2022