Home /News /life-style /
মেয়ে অর্থাৎ ঘরের লক্ষ্মী, মঙ্গল ঘট উল্টে সদ্যোজাতর পায়ের ছাপ নিয়ে গৃহপ্রবেশ

মেয়ে অর্থাৎ ঘরের লক্ষ্মী, মঙ্গল ঘট উল্টে সদ্যোজাতর পায়ের ছাপ নিয়ে গৃহপ্রবেশ

মানুষের বিভিন্ন ক্ষেত্রে নানান দৃষ্টিভঙ্গি বদলেছে জীবনের গতিপথে

 • Share this:

  #কলকাতা: সময়ের সঙ্গে সঙ্গে বদল হচ্ছে মানসিকতার ৷ পরিবর্তন আসছে ভাবনা চিন্তার চেতনার ৷ ছেলে মেয়ের বৈষম্য অনেক ক্ষেত্রে চোখে পড়লেও এই রকম ঘটনা বারে বারে প্রমাণ করে সভ্যতার জাগরণ হয়েছে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও আজও মানুষের বিভিন্ন ক্ষেত্রে নানান দৃষ্টিভঙ্গি বদলেছে জীবনের গতিপথে ৷

  নারী পুরুষ সমান সমান অনেক আগেই এই কথা মানতে শুরু করেছে সমাজ ৷ নারী পুরুষ পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা নয় সহযোগিতার মাধ্যমেই সমাজ সুন্দর সমাজ ৷ পৃথিবার সমস্ত সভ্য দেশই নারীকে সম্মান করেই সভ্যতার আলো দেখেছে ৷

  এমনই এক মন ভরে যাওয়া দৃশ্য দেখেই বারেবারে বাঁচতে ইচ্ছা করে ৷ নতুন করে ভাবতে ইচ্ছা করে জীবন নিয়ে ৷ সদ্যজাত শিশু কন্যাকে প্রথম বার ঘরে নিয়ে আসার সময়ে পরিবারের লোকজনের বরণ করে নিচ্ছেন যেন ঘরে লক্ষ্মী এসেছে ৷ পা আলতায় ডুবিয়ে সাদা কাপড়ে নেওয়া হয়েছে ছাপ, ছোট্ট ছোট্ট পা দিয়ে উল্টানো হয়েছে ঘটও ৷ কম হলে আজও দেখা যায় এই মানসিকতা ৷ প্রকাশ্যে এসেছে সেই ভিডিও, যা সত্যি ভাল করে দেয় মন ৷

  First published:

  Tags: Newly Baby girl, Rituals, Welcoming home, গৃহপ্রবেশ, বাড়ির সম্পদ, মেয়েরা লক্ষ্মী

  পরবর্তী খবর