হোম /খবর /লাইফস্টাইল /
সাড়ে ৩বছরের খুদেকে ঘিরে তোলপাড়, বলে যাচ্ছে দেশ-বিদেশের নেতা-মন্ত্রীর নাম

পুরুলিয়ার সাড়ে ৩বছরের খুদেকে ঘিরে তোলপাড়, গড়গড় করে বলে যাচ্ছে দেশ-বিদেশের নেতা-মন্ত্রীর নাম

পুরুলিয়ার সাড়ে ৩ বছরের খুদের ভিডিও ভাইরাল

  • Last Updated :
  • Share this:

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রেলমন্ত্রী থেকে অর্থমন্ত্রী...দেশ-বিদেশের নেতামন্ত্রী, সাধারন জ্ঞানের সবকিছুই অনায়াসে গড়গড় করে বলে যাচ্ছে পুরুলিয়ার খুদে! অথচ বয়স মাত্র সাড়ে তিন বছর। এখনও প্রাক প্রাথমিকেই পা রাখেনি। মুখস্থ জেলার সভাধিপতি, জেলাশাসক, ব্লকের বিডিও এমনকী গ্রাম পঞ্চায়েত প্রধান সকলের নামই! অনায়াসে বলে ফেলছে নেদারল্যান্ড, ফ্রান্সের রাজধানী! শুধু প্রশ্ন করার অপেক্ষা! পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের মাঠা গ্রাম পঞ্চায়েতের এই ‘বিস্ময় শিশু’কে ঘিরে এই মুহূর্তে শুরু হয়েছে তোলপাড়।

এই মুহূর্তে নেট দুনিয়ায় ভাইরাল এই ‘বিস্ময় শিশু’-র একটি ভিডিও। সাড়ে তিন বছরের অমরজ্যোতিকে নিয়ে সোশাল সাইটে রীতিমত হৈ চৈ!

Published by:Rukmini Mazumder
First published:

Tags: Purulia child viral video]