#কলকাতা: এই বছর বুধবার ৬ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO)এর মূল বিষয় ' আমাদের গ্রহ,আমাদের স্বাস্থ্য '। আর এই দিনটিকে শুধু একটা দিবস হিসেবে পালন করেই থেমে না থেকে' স্বাস্থ্যের উপর দূষণের প্রভাব ' শীর্ষক একটি প্যানেল আলোচনাসভার আয়োজন করে কলকাতার মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতাল। বিশেষজ্ঞ চিকিৎসকরদের মতামত, বায়ুদূষণের ফলে হার্ট ব্লকেজ, মৃত্যু পর্যন্ত হতে পারে । ফুসফুসে দূষণের প্রভাব পড়েও ভয়াবহ আকার নিতে পারে। কেউ আবার বললেন, 'বিভিন্ন দূষণ এবং পরিবেশের কারণে ক্যানসারের ঝুঁকি বেড়ে যায় কয়েক গুণ। দূষণ এর প্রভাব গর্ভবতী মা এবং সদ্যোজাত দের উপর পড়েও বিপদ হতে পারে। এমনই বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করে।
হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর দিলীপ কুমার বলেন,'বায়ু দূষণ যে কোনও মৃত্যুর ক্ষেত্রে একটা উপেক্ষিত কারণ। কিন্তু বায়ু দূষণ বিশ্বব্যাপী মৃত্যুর ক্ষেত্রে চতুর্থ কারণ। সাড়ে ছয় মিলিয়ন মৃত্যু ঘটছে দূষণের কারণে। এর মধ্যে ৬০ শতাংশ হৃদরোগের কারণে। দূষণ খুব দ্রুত এথেরোস্ক্লেরোসিস তৈরি করতে পারে। এথেরোস্ক্লেরোসিস এর ফলে ধমনীগুলি ব্লক হয়ে যায়,যার ফলে স্ট্রোক এবং হার্ট অ্যাটাক হয়।'
ইন্টার্নাল মেডিসিন এবং ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ ডক্টর আভিরাল রায় এই আলোচনাসভায় বলেন,' বাতাসের দূষণ আমাদের কাছে সবথেকে বড় সমস্যা। বাতাস থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড,কার্বন মনোক্সাইড,সালফার ডাই অক্সাইড গর্ভবতী মা এবং শিশুদের উপর সরাসরি প্রভাব ফেলে।'
আরও পড়ুন- গরমে শরীরের উত্তাপ কমাতে এই ফলগুলিকে ডায়েটে রাখতেই হবে!
বায়ুদূষণের ফলে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় ফুসফুস। বর্তমানে বিশ্বের সমস্ত মৃত্যুর তৃতীয় প্রধান কারণ এই ফুসফুসের রোগ। মেডিকা হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক নন্দিনী বিশ্বাস জানান,' অচিরেই বায়ু দূষণের কারণে ফুসফুসের রোগ সর্বাধিক মৃত্যু ডেকে আনবে। সিওপিডি-র অন্যতম কারণ হিসেবে অনেকেই ধূমপানকে চিহ্নিত করলেও দূষণ সবথেকে বেশি দায়ী আমাদের দেশে। ফুসফুসে ক্যানসারও ডেকে আনে এই বায়ু দূষণ। এখন থেকেই আমাদের আরও সচেতন হতে হবে।'
ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসক হর্ষ ধর জানান,'পরিবেশ নিয়ে আমাদের প্রত্যেককে আরও বেশি সচেতন হতে হবে এবং বাইরে আরও সতর্ক ভাবে চলাচল করতে হবে।'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Air Pollution