বাঁদরের তাণ্ডব ! নাজেহাল অবস্থা ভারত-তিব্বত সীমান্ত পুলিশ (ITBP)-র কর্মীদের। একপ্রকার বাধ্য হয়েই বাঁদরের হাত থেকে মুক্তি পাওবার এক অভিনব রাস্তা বের করলেন পুলিশ কর্মীরা! বাঁদর তাঁড়াতে পুলিশরা সাজলেন ভাল্লুকের সাজে! বাধ্য হয়ে মানুষকে কত কী না করতে হয়! যেমন উত্তরাখণ্ডের মির্থি এলাকার ভারত-তিব্বত সীমান্তে অবস্থিত এই পুলিশ ক্যাম্পের ঘটনা! পুলিশদের ভাল্লুক সেজে ব২আদর তাঁড়ানোর ভিডিও নেট দুনিয়ায় শেয়ার হতেই হেসে লুটিয়ে পড়েছে নেটিজেনরা।
দেখুন সেই ভিডিও--
#WATCH: 2 Indo-Tibetan Border Police personnel at ITBP Camp-Mirthi, Uttarakhand dressed in 'bear' costume to scare away monkeys on the premises. (Source-ITBP) pic.twitter.com/YeZXaXAgze
— ANI (@ANI) March 9, 2020
ভিডিওতে দেখা যায়, বহুতল একটি বাড়ির পিছনে পুলিশের একটি ক্যাম্প। সেই ক্যাম্পের সামনেই বসে রয়েছে বসে একদল হনুমান। একজন পুলিশকর্মী তাদের তাড়ানোর চেষ্টা করলেও বাদর বাবাজিদের তেমন মাথাব্যথা নেই! খানিক বাদেই দেখা যায় পুলিশ ক্যাম্পের ভিতর থেকে ভাল্লুকের সাজে বেরিয়ে আসছেন দুজন। তাঁদের দেখেই তড়িঘড়ি দৌড় লাগাল বাঁদরের দল! চোখের নিমেষে ওই এলাকা ছাড়ছে বাঁদররা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Police in bear costume