corona virus btn
corona virus btn
Loading

বৃষ্টিতে এখানে না গেলেই বড় মিস !

বৃষ্টিতে এখানে না গেলেই বড় মিস !

আকাশে কালো মেঘ ৷ বৃষ্টিভেজা ঠান্ডা হাওয়া ৷ এর মাঝে মন কী থাকে বাড়িতে ? মনে হয় টুক করে কোথায় ঘুরে আসি ৷

  • Share this:

#কলকাতা: আকাশে কালো মেঘ ৷ বৃষ্টিভেজা ঠান্ডা হাওয়া ৷ এর মাঝে মন কী থাকে বাড়িতে ? মনে হয় টুক করে কোথায় ঘুরে আসি ৷ কাউকে কিছু না জানিয়ে ! অন্তত একটা লং ড্রাইভ !

বৃষ্টি ব্যাপারটা এরকমই ৷ এই সময়ে মন শুধু খুঁজে বেড়ায় এমন এক আস্তানা, যার আস্তিনে সোঁদা সোঁদা গন্ধ ৷ নিঝুম দুপুরে পাতার ওপর জল পড়ার শব্দ ৷ আর সেই আবহে শহুরে ব্যস্ততা অনেক দূরে পালিয়ে যাক ! আমাদের কাছে পিঠে এমনই অনেক জায়গা রয়েছে, যা বর্ষাকালে হয়ে ওঠে অসাধারণ ৷ যেখানে একছুটে পালানোই যায় ?

মুকুটমণিপুর: বর্ষাকালে ঘোরার জন্য পারফেক্ট জায়গা হল মুকুটমণিপুর ৷ নদী, ড্যাম, পাহাড় সব পাবেন এক জায়গাতেই ৷ কলকাতা থেকে মুকুটমণিপুর যেতে সময় লাগে বড় জোর সাড়ে তিন ঘণ্টা ৷ বাসে বা প্রাইভেচ গাড়ি করে যেতেই পারেন ৷ বেশ কিছু ভালো হোটেলও রয়েছে থাকার জন্য ৷ রয়েছে ১১ কিমি লম্বা ড্যাম ৷ রয়েছে ‘ডিয়ার পার্ক’ ও ‘বার্ড পার্ক’ ৷ প্রকৃতিকে কাছ থেকে দেখতে হলে, এবার মনসুন ট্রিপের প্ল্যানে চলেই আসতে পারে মুকুটমণিপুরের নাম !

মন্দারমণি: যাদের সমুদ্র ভালে লাগে ৷ তাদের অবশ্যই একবার বর্ষাকালে সমুদ্রে যাওয়া উচিত ৷ বর্ষাকালে সমুদ্রের রূপ দেখার মতো ৷ আর তা যদি হয় মন্দারমণি তাহলে তো কথাই নেই ৷ শান্ত সমুদ্র সৈকতে দাঁড়িয়ে উত্তাল সমুদ্র দেখার মজাই আলাদা ৷ তবে হ্যাঁ, এই সময় সমুদ্র স্নান থেকে দূরেই থাকুন ৷

মাইথন: আসানসোল বা দুর্গাপুর হয়ে যেতেই পারেন মাইথন ৷ সবুজ ঘেরা মাইথন ড্যাম কিন্তু বর্ষাকালে দেখার মতো জায়গা ৷ অনেকে মাইথনকে কয়লাঞ্চলের কাশ্মীরও বলে থাকেন ৷ দামোদর নদের উপর ড্যাম, নীল জল, সবুজ চম্পক পাহাড় বা নদের মাঝখানে স্পুন আইল্যান্ড ভ্রমণ পিপাসুদের কাছে বেশ জনপ্রিয় ৷ এই আইল্যান্ডেই রয়েছে থাকার রিসোর্টও ৷

সোনাঝুড়ি: বাইরে রিমঝিম বৃষ্টি ৷ প্লে লিস্টে রবীন্দ্রসঙ্গীত ৷ কফির কাপে চুমুক, আর জানলার বাইরে চোখ ৷ সোনাঝুড়ির ফরেস্টের গাছ বেয়ে বৃষ্টি জল যখন লাল মাটিতে এসে পড়বে, সে দৃশ্য দূর করবে শহুরে ক্লান্তি ৷ তাই এবারের মনসুন ট্রিপে শান্তিনিকেতনের সোনাঝুড়ি ফরেস্ট হতেই পারে আপনার গন্তব্য ৷ সোনাঝুড়িকে কেন্দ্র করে বেশ কিছু ভালো রিসর্ট তৈরি হয়েছে ৷

First published: June 25, 2017, 3:25 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर