#লখনউ: ভারতের বহুল জনপ্রিয় রাজ্য় উত্তরপ্রদেশ। রাজনীতির জন্য় জায়গাটির নাম শোনা গেলেও, জায়গাটি কিন্তু ভ্রমণের জন্য়ও প্রসিদ্ধ। এখানে রয়েছে হিন্দু ধর্মের বেশ কিছু পবিত্র স্থান। রয়েছে বারাণসীর গঙ্গার ঘাট থেকে শুরু করে আগ্রা এবং ফতেপুর সিক্রির মহিমান্বিত মুঘল স্মৃতিস্তম্ভ। সুতরাং ছুটি কাটাতে যেতেই পারেন এখানে।
আগ্রা
বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি হল তাজমহল। আর এই তাজমহল যেখানে বিরাজমান, সেই আগ্রা এখানেই। শুধু দেশের অন্যান্য অংশ থেকে নয়, সারা বিশ্ব থেকে মানুষের ঢল নামে এখানে। এছাড়াও আছে আগ্রা ফোর্ট এবং ফতেহপুর সিক্রি। ভোজন রসিকদের জন্যও আগ্রা বিখ্যাত।
আরও পড়ুন- ডায়াবেটিসে ভুগছেন দীর্ঘদিন? সতর্ক না হলে কয়েক বছরের মধ্যেই নষ্ট হবে কিডনি
লখনউ
উত্তরপ্রদেশের রাজধানী লখনউ তার সংস্কৃতি এবং সেরা আমিষ জাতীয় খাবারের জন্য পরিচিত। বিশ্বখ্যাত কাবাব বিরিয়ানি, হজরতগঞ্জের চাট মিলিয়ে শহরটি আক্ষরিক অর্থেই ভোজনরসিকের জন্য স্বর্গ। এখানে আছে রুমি দরওয়াজার মতো প্রাচীন স্থান। রাজধানীর কেন্দ্রে নির্মিত মুঘল গেটওয়ে শহরটিকে পুরনো এবং নতুন অংশে বিভক্ত করে। শহরের প্রতিটি স্মৃতিস্তম্ভের আলাদা গুরুত্ব ও ইতিহাস রয়েছে। তাই, ইমামবড়া থেকে ভুলভুলাইয়া বা আম্বেদকর পার্ক- প্রতিটি জায়গাই সমৃদ্ধ। আর লখনউ গেলে খাঁটি লখনউ চিকন কিনতে ভুলবেন না।
আরও পড়ুন- কেবল অভিনেতা নন, চিত্রশিল্পীও! তুলির টানে মাতৃত্বকে সম্মান জানালেন সলমান খান
মথুরা
ভগবান কৃষ্ণের জন্মস্থান, মথুরা হিন্দু ধর্মের অন্যতম পবিত্র শহর। সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ তীর্থযাত্রী মথুরা-বৃন্দাবনে আসেন। জায়গাটি তার নিরামিষ খাবার যেমন কচুড়ি, আলু-পুরি, চাট, জিলিপি এবং অন্যান্য বিভিন্ন সুস্বাদু খাবারের জন্য বিখ্যাত।
বারাণসী
সন্ধ্য়ারতি হোক বা তীর্থ- সবকিছুর জন্য় বিখ্য়াত বারাণসী। এখানকার সন্ধ্য়ারতি এক স্বর্গীয় দৃশ্য়। যা নজর কাড়ে বারবার। আপনার মন ভরে উঠবে অদ্ভুত এক প্রশান্তিতে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Agra, UttarPradesh