Home /News /life-style /
সামনেই অ্যাপ্রাইজাল, কী ভাবে বেতন বাড়াবেন, রইল মোক্ষম দাওয়াই

সামনেই অ্যাপ্রাইজাল, কী ভাবে বেতন বাড়াবেন, রইল মোক্ষম দাওয়াই

আসছে মাইনে বাড়ার দিন৷ সকলেই চাইছেন.যাতে বেতনটা বাড়িয়ে নেওয়া যায়৷ সেই মতো পারফর্মও করছেন অনেকে৷ কিন্তু শুধু পারফর্ম করলেই হয় না৷ চাই কিছু উপস্থিত বুদ্ধি৷ এমনই কয়েকটি টিপস রইল৷

আসছে মাইনে বাড়ার দিন৷ সকলেই চাইছেন.যাতে বেতনটা বাড়িয়ে নেওয়া যায়৷ সেই মতো পারফর্মও করছেন অনেকে৷ কিন্তু শুধু পারফর্ম করলেই হয় না৷ চাই কিছু উপস্থিত বুদ্ধি৷ এমনই কয়েকটি টিপস রইল৷

আসছে মাইনে বাড়ার দিন৷ সকলেই চাইছেন যাতে বেতনটা বাড়িয়ে নেওয়া যায়৷ সেই মতো পারফর্মও করছেন অনেকে৷ কিন্তু শুধু পারফর্ম করলেই হয় না৷ চাই কিছু উপস্থিত বুদ্ধি৷ এমনই কয়েকটি টিপস রইল৷

 • Share this:
  আসছে মাইনে বাড়ার দিন৷ সকলেই চাইছেন.যাতে বেতনটা বাড়িয়ে নেওয়া যায়৷ সেই মতো পারফর্মও করছেন অনেকে৷ কিন্তু শুধু পারফর্ম করলেই হয় না৷ চাই কিছু উপস্থিত বুদ্ধি৷ এমনই কয়েকটি টিপস রইল৷ আসছে মাইনে বাড়ার দিন৷ সকলেই চাইছেন যাতে বেতনটা বাড়িয়ে নেওয়া যায়৷ সেই মতো পারফর্মও করছেন অনেকে৷ কিন্তু শুধু পারফর্ম করলেই হয় না৷ চাই কিছু উপস্থিত বুদ্ধি৷ এমনই কয়েকটি টিপস রইল৷ প্রতিদিন কী কাজ করছেন তার হিসেব রাখুন নিজের কাছে৷ বছরের শেষে কথাবার্তাযর সময় তা প্রয়োজনে তুলে ধরতে পারবেন৷ প্রতিদিন কী কাজ করছেন তার হিসেব রাখুন নিজের কাছে৷ বছরের শেষে কথাবার্তাযর সময় তা প্রয়োজনে তুলে ধরতে পারবেন৷ বসের সঙ্গে সম্পর্ক ভাল রাখুন৷ যেমনই পারফর্ম করুন, মনে্ রাখবেন আপনার পিআর আপনি নিজেই বসের সঙ্গে সম্পর্ক ভাল রাখুন৷ যেমনই পারফর্ম করুন, মনে্ রাখবেন আপনার পিআর আপনি নিজেই নিজের খামতিগুলি কী কী, নিরপেক্ষ হয়ে প্রশ্ন করুন নিজেকেই৷ বছরের শেষে গিয়ে তা মেক আপ দিতে যাবেন না৷ তাতে মুখ থুবড়ে পড়তে হবে৷ লক্ষ্য স্থির করে ধাপে ধাপে এগোন৷
  নিজের খামতিগুলি কী কী, নিরপেক্ষ হয়ে প্রশ্ন করুন নিজেকেই৷ বছরের শেষে গিয়ে তা মেক আপ দিতে যাবেন না৷ তাতে মুখ থুবড়ে পড়তে হবে৷ লক্ষ্য স্থির করে ধাপে ধাপে এগোন৷ সপ্তাহে একদিন অন্তত খানিক বাড়তি কাজ করুন৷ ৫২ সপ্তাবহে বছর৷ প্রতি সপ্তাহে এই কাজ করলে বসের নজরে পড়বেই৷ সপ্তাহে একদিন অন্তত খানিক বাড়তি কাজ করুন৷ ৫২ সপ্তাবহে বছর৷ প্রতি সপ্তাহে এই কাজ করলে বসের নজরে পড়বেই৷ খোলামেলা আলোচনায় বসকে সরাসরি জিজ্ঞেস করুন আপনার পারফরম্যান্স কেমন হচ্ছে৷ এতে আপনি পরিস্থিতিটা বুঝতে পারবেন৷ অন্য দিকে আপনার বসও বুঝতে পারবে আপনি বিষয়টা নিয়ে চিন্তিত৷ খোলামেলা আলোচনায় বসকে সরাসরি জিজ্ঞেস করুন আপনার পারফরম্যান্স কেমন হচ্ছে৷ এতে আপনি পরিস্থিতিটা বুঝতে পারবেন৷ অন্য দিকে আপনার বসও বুঝতে পারবে আপনি বিষয়টা নিয়ে চিন্তিত৷
  Published by:Arka Deb
  First published:

  Tags: Price Hike, Salary

  পরবর্তী খবর