corona virus btn
corona virus btn
Loading

কথায় কথায় ব্যথার ওষুধ খান? অভ্যাস ত্যাগ করুন আজই

কথায় কথায় ব্যথার ওষুধ খান? অভ্যাস ত্যাগ করুন আজই

সিজন চেঞ্জ ৷ শীত থেকে গরম পড়বে পড়বে করছে ৷ এরকম সময় শরীর সবচেয়ে বেশি খারাপ হয় ৷ মাথা ব্যথা, গা-হাত-পা ব্যথায়

  • Share this:

#কলকাতা: সিজন চেঞ্জ ৷ শীত থেকে গরম পড়বে পড়বে করছে ৷ এরকম সময় শরীর সবচেয়ে বেশি খারাপ হয় ৷ মাথা ব্যথা, গা-হাত-পা ব্যথায় সবচেয়ে বেশি কষ্ট পানম অনেকে ৷ তার ওপর সর্দি-কাশি তো রয়েইছে ৷

তবে দেখা গিয়েছে, এরকম অবস্থায় ডাক্তাররা না দেখিয়ে বেশিরভাগ মানুষই নিজের মতো করে ওষুধ খেয়ে নেন ৷ আর সেক্ষেত্রে ব্যথার পেন কিলারই সবচেয়ে বেশি থাকে ৷

দেশি-বিদেশি ডাক্তাররা বলছেন, এরকমটা মোটেই করা উচিত নয় ৷ এতে শরীরের ক্ষতি হয় ৷

ডাক্তারদের কথায়, পেন কিলার খেলে সাময়িকভাবে ব্যথা কমে গেলেও, এর ক্ষতি বেশিমাত্রায় হয় ৷ ডাক্তারদের কথায়, বেশিমাত্রায় পেন কিলার সেবন করলে লিভারে সমস্যা হতে পারে ৷ এমনকী, শ্বাস-কষ্ট, হৃদরোগেও আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে ৷ বেশিমাত্রায় পেন কিলার খেলে শরীরের থেকে গ্লুকোজের মাত্রা কমে যায় ৷ এর ফলে সব সময়ই দুর্বল মনে হতে পারে ৷ শুধু তাই নয়, পেন কিলারের ফলে স্মৃতিশক্তিও কমে যাওয়ার সম্ভাবনা থাকে ৷ তাই শরীর খারাপ হলে ডাক্তারদের পরামর্শই নেওয়া উচিত৷

First published: February 6, 2017, 5:54 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर