রাম-রাবণের যুদ্ধ বারেবারে প্রমাণ করে ধর্মের জয় ও অধর্মের পরাজয় ৷ শ্রীরাম চন্দ্রের অকাল বোধনেই শরৎকালের শুল্কা পঞ্চমী তিথিতে পৃথিবীর মা অর্থাৎ জগজ্জননী উমার ঘরে ফেরার পালা সেই থেকেই উমার ঘরে ফেরার ঘটনা বাংলার প্রতিটি ঘরে মায়ের অপেক্ষা কখন মেয়ে ঘরে ফিরবে ? পুজোর এই কটা দিন মা সন্তেন বাৎসল্যে সন্তানের জীবনের এক মধুর অধ্যায়ের সম্পাদন হয়ে থাকে ৷
শ্রী রামচন্দ্র দেবীর বোধন করেছিলেন ৷ শ্রীরামের পরম ভক্ত পবনপুত্র হনুমান সুখে, দুঃখে সব সময়েই রাম-লক্ষ্মণ ও সীতার সঙ্গে থাকতেন তিনি এমন এক ভক্ত যাঁর জন্য ত্রিলোকে সব সময়েই এক বিশেষ পরিচিতি ছিল ৷ সেই রামের পরম ভক্তের রূপ নিয়েছে হনুমান ৷ এমনই এক রাম লীলা চলছিল বেশ ভালভাবেই এমন সময় জয় শ্রীরাম ধ্বনি তুলতে তুলতেই সমস্ত বান্ধন ছিঁড়ে মাটিতে পড়লেন স্বয়ং পবনপুত্র ৷
এই এক লীলার দৃশ্য ৷ পাশাপাশি যাঁরা উপস্থিত ছিলেন তাঁরা প্রত্যেকেই হয়েছেন ৷ রীতিমত চমকেো গিয়েছিলেন ৷