corona virus btn
corona virus btn
Loading

Viral Video:ফোকলা দাঁতে একে অপরকে চুমু! বৃদ্ধাশ্রমে প্রেম, বিয়ে সারলেন ষাটোর্দ্ধ 'দাদু-দিদা'

Viral Video:ফোকলা দাঁতে একে অপরকে চুমু! বৃদ্ধাশ্রমে প্রেম, বিয়ে সারলেন ষাটোর্দ্ধ 'দাদু-দিদা'
Photo Courtesy: ANI

নতুন করে বাঁচার স্বপ্ন দেখাল এই বৃদ্ধাশ্রমই৷

  • Share this:

#তিরুবনন্তপুরম: বয়স পেরিয়েছে ৬০৷ একজনের বয়স ৬৭, অন্যজন ৬৫৷ দু’জনেই হারিয়েছেন প্রিয় মানুষদের৷ ঠাঁই হয়েছে বৃদ্ধাশ্রমে৷ কিন্তু সেখানেই মিলেছে ভালবাসা৷ নতুন করে বাঁচার স্বপ্ন দেখাল এই বৃদ্ধাশ্রমই৷ কোচানিয়ন মেনন ও লক্ষ্মী অম্মাল একে অপরকে বেছে নিলেন জীবনসঙ্গী হিসেবে৷ বৃদ্ধাশ্রমেই ধুমধাম করে বিয়ে করলেন৷ তাতে সামিল হলেন অনেকেই৷ ঘটনা কেরলের থিরাসুরের৷ সেখানে এই বিয়ের আসরে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ভি এস শিবকুমার৷ এসেছিলেন ডিস্ট্রিক্ট কালেকটর এস শনভাস৷ এমন নজিরবিহীন প্রেমকাহিনি ও বিয়ের আসরের সাক্ষী থাকতে সকলেই ব্যস্ত ছিলেন৷

বয়সের সঙ্গে কমে শরীরিক ক্ষমতা৷ মনের জোরও অনেকে কমে যায়৷ যার জেরে বাঁচার ইচ্ছে অনেক সময় হারিয়ে ফেলেন বয়স্করা৷ তাই তো ষাটোর্দ্ধ এই বৃদ্ধ-বৃদ্ধার প্রেম আশা জাগাচ্ছে অনেককে৷ সেই প্রেমের পরিণতি পেল বিয়েতে৷ মালা বদল করে ধুমধাম করে হল বিয়ে৷ বৃদ্ধ কোচানিয়ন লক্ষ্মীর গলায় পরালেন মঙ্গলসূত্র৷ হৈহৈ করে সম্পন্ন হল বিয়ের অনুষ্ঠান৷ এই বিয়ে অনেকের কাছে নতুন বার্তা নিয়ে এল৷ বৃদ্ধ বয়স মানেই যে সব হাল ছেড়ে দেওয়া, তা নয়৷ এই বয়সে এসেও যে অনেক স্বপ্ন দেখা যায়, এই প্রেম এবং বিয়ে সেই বার্তাই দিল৷ আপনাদের দাম্পত্য সুখী হোক৷ শুভেচ্ছা থাকল৷

First published: December 30, 2019, 9:50 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर