হোম /খবর /লাইফস্টাইল /
No Smoking Day 2021: জেনে নিন বিশ্বের কোন দেশে কত বয়স পর্যন্ত নিষিদ্ধ ধূমপান

No Smoking Day 2021: জেনে নিন বিশ্বের কোন দেশে কত বয়স পর্যন্ত নিষিদ্ধ ধূমপান

No Smoking Day 2021: জেনে নিন বিশ্বের কোন দেশে কত বয়স পর্যন্ত নিষিদ্ধ ধূমপান!

No Smoking Day 2021: জেনে নিন বিশ্বের কোন দেশে কত বয়স পর্যন্ত নিষিদ্ধ ধূমপান!

এই দিনটিকে নো স্মোকিং ডে হিসেবে পালন করা শুরু হয় ১৯৮৪ সালে আমেরিকায়

  • Share this:

#নয়াদিল্লি: প্রতি বছর মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে বুধবার নো স্মোকিং ডে পালিত হয়। ধূমপান ও তার ক্ষতিকারক প্রভাব সম্পর্কে প্রচার করা হয় এই দিন। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়। যাতে ধূমপানে আসক্তি কমে ও মানুষ সচেতন হয়।

এই দিনটিকে নো স্মোকিং ডে হিসেবে পালন করা শুরু হয় ১৯৮৪ সালে আমেরিকায়। তার পর থেকে আজ বিশ্বের প্রায় সব দেশেই এই দিন পালিত হয়। বিভিন্ন অসরকারি সংগঠন, সেচ্ছাসেবী সংগঠনের তরফে এই দিন সচেতনতার বার্তা প্রচার করা হয়।

মানুষকে সচেতন করার পাশাপাশি ধূমপান রুখতে বেশ কিছু দেশ বেশ কিছু পদক্ষেপ করেছে।

আমাদের দেশে সিগারেটস অ্যাক্ট (রেগুলেশন অফ প্রোডাকশন, সাপ্লাই অ্যান্ড ডিস্ট্রিবিউশন) ১৯৭৫ অনুযায়ী, প্রত্যেকটি সিগারেটের বিজ্ঞাপনে, কার্টনে ও প্যাকেটে 'ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকার'" এই সতর্ক বার্তা দেওয়া হয়। কম বয়সীদের মধ্যে এই আসক্তি যাতে না আসে, তার জন্য ১৮ বছরের নিচে এখানে ধূমপান নিষিদ্ধ। এই বয়সকে ১৮ থেকে বাড়িয়ে ২১ করার আবেদন জানিয়েছে কেন্দ্রীয় সরকার। যাতে ২১ বছরের নিচে কেউ ধূমপানে আসক্ত হয়ে না পড়ে।

ধূমপান আটকাতে সিঙ্গাপুরও বয়সসীমা বেধে দিয়েছে। ২০২০-র জানুয়ারি থেকে এদেশে ২০ বছর থেকে ২১ বছরে নিচে কেউ সিগারেট কেনা, পান করা বা বিক্রি করতে পারবে না।

শ্রীলঙ্কাতেও সিগারেট ও অন্যান্য তামাকজাত দ্রব্য কেনার বা ব্যবহার করার বয়সসীমা ২১। এই বয়সের নিচে কেউ ধূমপান করলে শাস্তি দেওয়া হয়।

তবে, আমেরিকার বিভিন্ন প্রদেশে এই বয়সের সীমা আলাদা। কোথাও ২১, কোথাও ১৮-১৯। তবে, ১৮-র নিচে ধূমপান করা বা তামাকজাত দ্রব্য কেনা নিষিদ্ধ।

এদিকে ইংল্যান্ডে, জার্মানিতে ধূমপানের বয়সসীমা ১৬-১৮। ইউক্রেনে ১৪, তবে এখানে ১৮ বছরের আগে সিগারেট বা তামাকজাত দ্রব্য কেনা যায় না।

এছাড়া অস্ট্রেলিয়া, চিন, রাশিয়া, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় বয়সসীমা ১৮। কিন্তু অ্যান্টিগুয়া, বাবুদা, বেলিজে, গাম্বিয়া-তে ধূমাপানের কোনও বয়সসীমা নেই।

কিন্তু আমাদের প্রতিবেশী ভুটানে সকলের জন্যই ধূমপান নিষিদ্ধ। এখানে যে কোনও বয়সের মানুষই ধূমপান করলে বা তামাকজাত দ্রব্য কিনলে প্রশাসনের নজরে এলে শাস্তি পেতে হয়।

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Smoking