#কলকাতা: এটা সোশ্যাল মিডিয়ার যুগ । এই যুগে একদিকে যেমন গোটা পৃথিবী চলে এসেছে মানুষের হাতের মুঠোর মধ্যে, তেমনই সোশ্যাল মিডিয়ার বহু খারাপ প্রতিক্রিয়ায় প্রভাবিত হচ্ছেন সাধারণ মানুষ । কারও ব্যক্তিগত জীবনই সেখানে আর গোপন নয় । গোটা বিশ্বের কাছে তা উন্মুক্ত । ‘ভাইরাল’ শব্দটা যেন জুড়ে গিয়েছে আমাদের জীবনের সঙ্গে ।
আবার এই ভাইরালের দৌলতেই দেশের নাম না জানা কোনও গ্রামের, অজানা কোনও ছেলে বা মেয়ের সুপ্ত প্রতিভা হঠাৎই একদিন সকলের সামনে এসে সগর্বে দাঁড়াচ্ছে । কত মানুষ একে অপরের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন, কত মানুষ ঘুরতে যাওয়ার ঠিকানা পাচ্ছেন, কত মানুষ নিজের যোগ্য সম্মান খুঁজে নিচ্ছেন সোশ্যাল মিডিয়ায় ।
আবার কেউ সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছেন অবসরের সঙ্গী হিসেবে । একটু ভাল থাকার পাসওয়ার্ড হিসেবে । সোশ্যালের দেওয়ালে ভেসে আসা রান্নার ভিডিও থেকে ঘরকন্নার টিপস, অফিসের নিয়মকানুন থেকে শুরু করে মজার ভিডিও....সব কিছুই মেলে এই দুনিয়ায় ।
তেমনই এক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় । একটি বিয়ে বাড়ির ভিডিও সেটি । আজকাল সমস্ত বিয়ে বাড়িতেই নাচগান, হৈ-হুল্লোড়, মজা লেগেই থাকে । বিয়ে এখন একটা ইভেন্টে পরিণত হয়েছে । সাজানো বিয়ের আসর, ফোটোগ্রাফার, মেকআপম্যান, সিনেম্যাটিক ভিডিও, ডিজাইনার পোশাক...সবই এখন ছবির মতো । আর বিয়ে বাড়িতে তুমুল নাচও এর অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছে । মাঝেমধ্যেই সে সব ভিডিও ভেসে আসে নেটদুনিয়ায় ।
আই ভিডিওতেও দেখা যাচ্ছে সদ্য বিবাহিত কনে তুমুল নাচ শুরু করেছেন ‘আঁখ মারে’র সঙ্গে । বিয়ে বাড়িতে আসা নিমন্ত্রিতদের সঙ্গে পাল্লা দিয়ে নাচছেন তিনি । নাচতে নাচতে মাথার ফুল, চুলের সাজ সবই নষ্ট হয়ে যাচ্ছে । কিন্তু সে দিকে তাঁর খেয়াল নেই । তবে তাঁর নাজের দক্ষতা অবশ্যই প্রশংসার যোগ্য । এমনকি বরবাবাজিও মাঝেমধ্যেই হতবাক হয়ে দেখছেন নিজের স্ত্রী’কে ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dance, Viral Video