‘ইস্টবেঙ্গল’ যেন কোনও দল নয়, সমর্থকদের কাছে ‘ইস্টবেঙ্গল’ আসলে একটা আবেগের নাম ৷ সদ্যই ১০০ বছর পেরিয়েছে এই দল ৷ বল নিয়ে শুধু মাঠেই দাপিয়ে বেড়ানো নয়, ইস্টবেঙ্গল মাঠে নামলে সমর্থকদের মনেও আবেগ আর উচ্ছ্বাসের ঝড় ওঠে ৷ ১০০ বছরের সুদীর্ঘ ইতিহাস আর তার সঙ্গে জড়িয়ে থাকা ভালবাসা যে কতটা গভীর, সেই ছবিই ফুটে উঠল এক বিয়ে মণ্ডপে ৷
নবদম্পতি দু’জনেই ইস্টবেঙ্গলের সমর্থক ৷ বিয়ের শেষে তাই দু’জনেই মেতে উঠলেন অরিজিৎ সিংয়ের গাওয়া ইস্টবেঙ্গলের শতবর্ষের গানে ৷ আত্মীয়-পরিজনে ভরপুর বিয়েবাড়ি ৷ গলায় রজনীগন্ধার মালা আর লাল পাঞ্জাবী পরে পাগলের মতো নাচছেন বর ৷ যোগ দিয়েছেন নিমন্ত্রিতরাও ৷ কিছুক্ষণ পরেই মঞ্চে অবতীর্ণ হলেন নববধূ ৷ লাল-বেনারসী আর সিঁথিতে সিঁদুর ৷ তিনিও জমিয়ে নাচলেন সকলের সঙ্গে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।